জানা যায়, চন্দ্রকোনার রাধাবল্লভপুর গ্রামের শতাধিক মহিলা পুরুষ ডিজে মাইক বাজিয়ে চন্দ্রকোনার বাঁকা এলাকার শিলাবতী নদী থেকে জল নিয়ে রাজ্য সড়ক হয়ে রাধাবল্লভপুর গ্রামের শিবের মন্দিরে জল ঢালতে যাচ্ছিল। যখন ডিজে মাইক সমেত মল্লেশ্বরপুরের কাছে এসে পৌঁছায় শিব ভক্তদের শোভাযাত্রাটি, সেই সময়ই তারস্বরে ডিজে মাইকের শব্দ শুনে চন্দ্রকোনা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রবি স্বর্ণকার এসে এক ডিজে মাইক অপারেটরকে আটক করে চন্দ্রকোনা থানায় নিয়ে যায়।
advertisement
আরও পড়ুনঃ সালিশি সভা বসিয়ে এক পরিবারকে ১ কোটি ১০ লক্ষ টাকা জরিমানার নিদান!
আর তারপরেই ক্ষোভে ফেটে পড়ে শিবের ভক্তরা। প্রায় ঘন্টাখানেক ধরে তারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এমনকি চন্দ্রকোনা থানার ওসির গাড়িকে ঘিরে রেখে বিক্ষোভ দেখাতে থাকে তারা। দেখা দেয় তীব্র উত্তেজনা, ঘটনাস্থলে আসে চন্দ্রকোনা থানার আরও বিশাল পুলিশ বাহিনী।
আরও পড়ুনঃ সোমবার বিকেল থেকেই সরকারি বাস সংস্থার যাত্রী টিকিট বুকিং বন্ধ!
অনেক বোঝানোর পরেও পুণ্যার্থীরা নাছোড় বান্দা, পুলিশকে তারা জানায়, তাদের ওই দুই DJ মাইক অপারেটরকে ছেড়ে দিতে হবে তারপরেই তারা অবরোধ তুলবে। এমনকি ওসিকেও ঘেরাও মুক্ত করবে। শেষমেশ কোনোও উপায় না পেয়ে ওই দুই আটক DJ মাইক অপারেটরকে পুলিশ ঘটনাস্থলে নিয়ে এসে ছেড়ে দেওয়ার পরই অবরোধ বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা।
Partha Mukherjee