জানা যায়, হাসপাতালে যাওয়ার জন্য সাগরপুর থেকে রোগী নিয়ে একটি মারুতি গাড়ি ঢুকে পড়েছিল ওই রাস্তায়। গাড়ির চালক শেখ রমজান আলীর জানা ছিলো না যে রাস্তার এমন বেহাল দশা। সেই গাড়ি গিয়ে আটকে পড়ে রাস্তার কাদায়। দীর্ঘ ক্ষনের চেষ্টায় গাড়িকে ঠেলে অনেক কষ্টে হাসপাতালে নিয়ে যায় এলাকার মানুষ।
আরও পড়ুনঃ নাবালিকাকে অপহরনের অভিযোগ পরিবারের, তারপর কি হল কিশোরীর!
advertisement
জানা যায়, ওই গ্রামের রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল, গ্রামের রাস্তা মেরামতের জন্য স্থানীয় বাসিন্দারা বারবার ব্লক প্রশাসন থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের সকলকে জানিয়েও রাস্তা মেরামত না হওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষের।
আরও পড়ুনঃ কলকাতার লাল হলুদ ক্লাবের ক্রিকেট কোচ মেদিনীপুরের সুশীল শিকারিয়া
এ বিষয়ে এলাকার পঞ্চায়েত সদস্য কার্তিক মন্ডল বলেন, রাস্তাটি তৈরীর জন্য ২৫ লক্ষ টাকার স্কিম তৈরি করা হয়েছে। বর্ষার পরেই কাজ শুরু হবে। বর্তমানে কষ্ট হচ্ছে, সেটা ঠিকই। তার জন্য আমরা সমব্যথী, কিন্তু একটু ধৈর্য রাখুন, বর্ষার পরেই রাস্তা তৈরীর কাজ শুরু হবে।
Partha Mukherjee