খবর পেয়ে ঘটনাস্থলে কেশপুর থানার পুলিশ এসে রেশন ডিলার সেক রফিকুলকে গ্রামবাসীদের কাছ থেকে নিয়ে যায় ব্লকের খাদ্য দফতরে। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখছে খাদ্য দফতরের আধিকারিকরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আরও পড়ুনঃ সঙ্গী ১১০ সিসির বাইক, বন্ধুকে নিয়ে গুরুদংমারে মেদিনীপুরের যুবক, তারপর!
advertisement
এক রেশন গ্রাহক সঞ্জয় পইড়ার অভিযোগ বিগত এক বছরেরও বেশি সময় ধরে এভাবেই প্রতি গ্রাহককে কখনও এক কেজি আবার কখনও দু কেজি রেশন সামগ্রী কম দিয়ে আসছিল রেশন ডিলার শেখ রফিকুল। এ বিষয়ে বারবার রেশন ডিলারকে সাবধান করা সত্ত্বেও কর্ণপাত করেনি রেশন ডিলার রফিকুল।
আরও পড়ুনঃ প্রেমের টানে বারাসাত থেকে দাসপুরে এসে প্রেমিকের খোঁজে ধর্ণায় প্রেমিকা
শনিবারও গ্রাহকদের রেশন সামগ্রী কম দেওয়ার প্রতিবাদে ক্ষুব্ধ রেশন গ্রাহকেরা ওই রেশন ডিলারকে স্থানীয় স্কুল ঘরে ঢুকিয়ে তালা মেরে দেয়। বিষয়টি ব্লকের খাদ্য দপ্তরে অভিযোগের আকারে জানানো হয়েছে। খাদ্য দপ্তরের আধিকারিকরা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
Partha Mukherjee