আরও পড়ুন: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দালাল, বিএলআরও অফিস ঘিরে বিক্ষোভ
বৃহস্পতিবার কলকাতা পুলিশের ট্রেনিং স্কুলে এই বিশেষ প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন পুলিশ কমিশনার ভিকে গোয়েল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গপুর আইআইটি-র ডিরেক্টর ভি কে তিওয়ারি। খড়গপুর আইআইটি গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (GRSP) এর সমর্থনে পথ নিরাপত্তায় একটি বিশেষ রোড ম্যাপ তৈরি করেছে। তা গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেই ব্যবস্থার সঙ্গে কলকাতার ট্রাফিক পুলিশ কর্মীদের অভ্যস্ত করে তুলতেই এই বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়।
advertisement
খড়গপুর আইআইটি-র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধিকর্তা ভার্গব মৈত্র বলেন, সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি রোধে কলকাতা ট্রাফিক পুলিশকে সব ধরনের সহায়তা করা হবে। তাঁদের উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে শহরের দুর্ঘটনা প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে বিশেষ নজরদারি চালানো যাবে বলে তিনি জানান।
রঞ্জন চন্দ