Nadia News: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দালাল, বিএলআরও অফিস ঘিরে বিক্ষোভ
- Published by:kaustav bhowmick
Last Updated:
শুক্রবার ঘুষের টাকা নেওয়ার সময় দালাল সুদর্শন ঘোষকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা।
নদিয়া: ঘুষ নিয়ে দিব্যি চলছিল কাজ। কিন্তু শেষ রক্ষা হলো না। শেষ পর্যন্ত হাতে নাতেই ধরা পড়ে গেলেন বিএলআরও অফিসের রেভিনিউ অফিসার। আর তারপরই ক্ষুব্ধ হয়ে উঠল এলাকার মানুষ। বিএলআরও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তাঁরা। রানাঘাটের ঘটনা।
আরও পড়ুন: মাত্র ২৫ বছর বয়সে সাইকেলে ভারত ভ্রমণ তরুণীর
নদিয়ার রানাঘাটের ১০ নম্বর ওয়ার্ডের থানার পাড়ার বাসিন্দা কাকলি মজুমদারের অভিযোগ, জমির নথি ভেরিফিকেশনের সময় দালাল মারফত তাঁর থেকে ঘুষ নেন রেভিনিউ অফিসার মিলন মণ্ডল। এই অভিযোগ জানাজানি হতেই কাকলি মজুমদারের সঙ্গে এলাকার মানুষ শুক্রবার স্থানীয় বিএলআরও অফিসে সামনে হাজির হয়ে বিক্ষোভ দেখান। এই ঘটনায় সুদর্শন ঘোষ নামে এক দালালের দিকেও আঙুল ওঠে। অভিযোগ ওই দালালের মাধ্যমেই ঘুষ চক্র চালাতেন রেভিনিউ অফিসার মিলন মণ্ডল। ঘটনা ক্রমে শুক্রবার ঘুষের টাকা নেওয়ার সময় দালাল সুদর্শন ঘোষকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
advertisement
এই ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় রানাঘাট-১ ব্লকের বিএলআরও অফিসে। আসে রানাঘাট থানার পুলিশ। এই অভিযোগ জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই অফিসে ঘুঘুর বাসা চলছে। বিভিন্ন সরকারি কাজে ঘুষ নেওয়া হচ্ছে। আর বদনাম হচ্ছে সরকার ও শাসক দলের।
মৈনাক দেবনাথ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 28, 2023 8:40 PM IST
