Jalpaiguri News: মাত্র ২৫ বছর বয়সে সাইকেলে ভারত ভ্রমণ তরুণীর
- Published by:kaustav bhowmick
Last Updated:
১৪ টি রাজ্যের ১২৮০০ কিলোমিটার পথ চষে ফেলেছেন আশা মালব্য। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল থেকে শুরু করে প্রশাসনিক স্তরের আধিকারিকেরা ইতিমধ্যেই তাঁর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
জলপাইগুড়ি: বয়স মাত্র ২৫, এরই মধ্যে দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছেন আশা মালব্য। কিন্তু কেন এত উৎসাহ এই নামকে ঘিরে? নারী সুরক্ষার বার্তা সমগ্র ভারতে ছড়িয়ে দিতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন মধ্যপ্রদেশের বাড়ি থেকে। রাজগড় জেলার প্রত্যন্ত গ্রাম থেকে বেরিয়ে ইতিমধ্যে ১৪ টি রাজ্যের ১২৮০০ কিলোমিটার পথ চষে ফেলেছেন এই তরুণী। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল থেকে শুরু করে প্রশাসনিক স্তরের আধিকারিকেরা ইতিমধ্যেই তার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আশার সঙ্গে তাঁদের অনেকের দেখাও হয়েছে। বর্তমানে সেই আশা বাংলায় এসে পৌঁছেছেন।
আরও পড়ুন: গরম পড়তেই চাহিদা বেড়েছে মাটির জালার
মালবাজার থেকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছেন তিনি। শহরের সুভাষিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে এ দিন বেশ কিছুটা সময়ও কাটান। নারী স্বশক্তিকরণ নিয়ে পড়ুয়াদের সঙ্গে আলোচনাও করেন। স্কুলের পড়ুয়ারাও আশাকে কাছে পেয়ে বেজায় খুশি। আশা শুক্রবার মালবাজার থেকে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা হন।
advertisement
advertisement
জানা গিয়েছে, মধ্যপ্রদেশের রাজগড় জেলার নাটারামের বাসিন্দা আশা মালব্য। বরাবর প্রতিবন্ধকতার সাথে লড়াই করে জীবনের পথে এগিয়েছেন। মাত্র তিন বছর বয়সে বাবা মারা যান। মা রাজুবাই দুই মেয়ে আশা এবং নিশাকে বড় করে তোলেন। ফলে জীবনের চলার পথটা কখনই মসৃণ ছিল না। কিন্তু ইচ্ছে ও স্বপ্নের পিছু ছাড়েননি কখনও। পর্বতারোহণ থেকে শুরু করে দৌড়, যখন যে চ্যালেঞ্জটা নিয়েছেন তাতেই সফল হয়েছে। পেয়েছেন বহু পুরস্কার। কিন্তু এই সাফল্যের মাঝেই আশা একটা জিনিস উপলব্ধি করেছিলেন, এ দেশের মেয়েদের সফল হতে হলে আগে তাদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। আর তাই পরিবেশ বান্ধব সাইকেলকে সঙ্গী করে ভারত ভ্রমণে বেরিয়ে পড়েন। গত ১ নভেম্বর মধ্যপ্রদেশ থেকে তাঁর যাত্রা শুরু হয়। আশার লক্ষ্য, ১৫ অগস্ট দিল্লিতে পৌঁছে স্বাধীনতা দিবস উদযাপন করা। তাঁর এই লক্ষ্যের বিষয়ে আশা মালব্য বলেন, গোটা ভারত ঘুরছি। আমাদের দেশে নারীরা সুরক্ষিতই রয়েছে বলে মনে করি। পড়ুয়াদের বলেছি লক্ষ্য স্থির রেখে এগোতে হবে।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
April 28, 2023 8:20 PM IST