দুর্গাপুজোকে কেন্দ্র করে সাজসজ্জা কিংবা রূপসজ্জা, প্রতিটি ফ্যাশনে মেয়েরাই এগিয়ে। পুজোর প্রতিদিনই থাকে নানান আয়োজন, থাকে নতুন ড্রেস সঙ্গেরূপসজ্জাও। হাতে গোনা মাত্র কয়েকটা দিনের জন্য সারা বছর অপেক্ষা করতে হয়। পুজোর চারটা দিন সাজসজ্জাতেও চমক আনেন মহিলারা। নিত্যনতুন ডিজাইনের জামাকাপড়ের সঙ্গেহ্যান্ডমেড জুয়েলারি বিক্রি বাড়ছে।
আরও পড়ুন- শুভশ্রীর কোলে তোয়ালে মোড়া একরত্তি, কে এই শিশুকন্যা? তবে কি স্বপ্নপূরণ হল নায়িকার?
advertisement
আরও পড়ুন- শুভশ্রীর কোলে তোয়ালে মোড়া একরত্তি, কে এই শিশুকন্যা? তবে কি স্বপ্নপূরণ হল নায়িকার?
হাতে বানানো গলার হার, কানের দুল এমনকি চুড়ি বিক্রি বেড়েছে। কাপড়, ক্লে, পোড়ামাটি দিয়ে বানানো জুয়েলারির বিক্রি বাড়ছে। যদি তাতে থাকে দুর্গার ছবি তবে তো কোনও কথাই নেই। মানুষের চাহিদা মত হ্যান্ডমেড জুয়েলারি বানাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের বেলদার এক যুবক মোহন মহারানা। পুজোর কালেকশন হিসেবে যেমন একদিকে থাকছে নানা গহনা, তেমনি থেকে দুর্গার ছবি দেওয়া গলার হার, শাড়ি বা জামার ম্যাচিং এ চুড়িও। দামও থেকে নাগালের মধ্যে। অনলাইন ও অফলাইন দুই মাধ্যমে বিক্রি হচ্ছে গয়নাগুলো।
কানের দুল, গলার হার কিংবা হাতে বানানো আংটি এবার ড্রেসের ম্যাচিংএ।স্বাভাবিকভাবে দুর্গাপূজাতে বিক্রি বাড়ছে হ্যান্ডমেড জুয়েলারির। রূপচর্চার পাশাপাশি দুর্গাপূজার আগেই সাজসজ্জাতেও নতুন চমক। সোনার গয়না ভুলে হাতে বানানো হ্যান্ডমেড জুয়েলারির ব্যবহারের দিকে ঝুঁকছেন মহিলারা।অর্ডার অনুযায়ী বিক্রিও হচ্ছে বেশ।
Ranjan Chanda