TRENDING:

West Midnapore News: অলঙ্কার বটিকা! চলুন নরম রোদে গয়না বড়ির অন্দরমহলে

Last Updated:

West Midnapore News: গ্রাম বাংলার গলিতে গলিতে রয়েছে নানান পরম্পরা। এমনই এক ঐতিহ্য নিদর্শন গহনা বড়ি যা খেতে অনেকটাই সুস্বাদু। কোন আনন্দ অনুষ্ঠান ছাড়াও বাড়িতে খাবার জন্য গ্রামের মহিলারা বানান এই খাদ্য দ্রব্য 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রঞ্জন চন্দ, সবং, পশ্চিম মেদিনীপুর: এ বাংলার অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা অজানা ইতিহাস। প্রান্তিক এলাকার আনাচে-কানাচে রয়েছে  সংস্কৃতির পরম্পরা। বাজারে বিক্রি হওয়া বড়ির পিছনে রয়েছে মস্ত একটা গল্প। তবে প্যাকেটজাত বড়ি বাজারে পাওয়া গেলেও বাজারে অমিল গহনা বড়ি বা গয়না বড়ি। তবে গ্রামের দিকে কোন উপলক্ষ না থাকলেও হেঁসেলে প্রবেশ করে গয়নাবড়ি। যা দেখতে গয়নার মতো। পশ্চিম মেদিনীপুরের সবং-এর বিভিন্ন গ্রামের বেশ কয়েকটি পরিবার এখনও গয়নাবড়ি প্রস্তুত করেন।
advertisement

কীভাবে প্রস্তুত করা হয় এই গয়না বড়ি? প্রথমে খোসা ছাড়ানো বিউলিডালকে এক রাত জলে ভিজিয়ে রাখতে হবে। পরের দিন ভেজানো কলাই বেটে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ, লঙ্কাগুঁড়ো-সহ নানা উপকরণ মিশিয়ে গয়নার মত আকারে তৈরি করা হয় এই গয়না বড়ি। বড়ি দেওয়ার সময় থালার উপরে পোস্ত বা পাতলা করে তিলের আস্তরণ দেওয়া হয়। তিল থেকে পোস্তর স্বাদ বেশি ভাল। বর্তমানে বাজারে বিক্রি হয় ছোট ছোট গোল গোল বড়ি। কিন্তু গ্রামীণ এলাকার মহিলারা বিভিন্ন নক্সার গয়না বড়ি তৈরি করেন।

advertisement

আরও পড়ুন :  অমানবিক দৃশ্য কাঁচরাপাড়ায়, খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে দুই আশ্রয়হীন অসুস্থ ঘোড়া

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বংশ-পরম্পরায় এই ঐতিহ্য কে ধরে রেখেছে গ্রামের মানুষজন। দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও বেশ সুস্বাদু।  রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু,-সহ বহু  প্রখ্যাত মনীষী এই বড়ির স্বাদে মুগ্ধ ছিলেন।

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: অলঙ্কার বটিকা! চলুন নরম রোদে গয়না বড়ির অন্দরমহলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল