North 24 Parganas News: অমানবিক দৃশ্য কাঁচরাপাড়ায়, খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে দুই আশ্রয়হীন অসুস্থ ঘোড়া

Last Updated:

North 24 Parganas News: অমানবিক দৃশ্য কাঁচরাপাড়ায়, শারীরিক অসুস্থতা নিয়ে  রাস্তায় রাস্তায় বাঁচার লড়াই চালাচ্ছে দুটি ঘোড়া। ভ্রুক্ষেপ নেই কারোর।

+
রাস্তায়

রাস্তায় খাবারের খোঁজে অসুস্থ ঘোড়া

রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: এক অমানবিক দৃশ্য কাঁচরাপাড়ায়। শারীরিক অসুস্থতা নিয়ে রাস্তায় রাস্তায় বাঁচার লড়াই চালাচ্ছে দুটি ঘোড়া। ভ্রুক্ষেপ নেই কারওর। প্রশ্ন উঠছে তাহলে কি সমাজ থেকে হারিয়ে যাচ্ছে মানবিকতা! স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে কাঁচরাপাড়ার রাস্তায় দেখা যাচ্ছে পায়ে আঘাত নিয়ে অসুস্থ দুটি ঘোড়া ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। স্থানীয় বাসিন্দারা আগে কখনও এই এলাকায় ঘোড়া দেখেননি বলেই জানান। তবে, কোথা থেকে এল ঘোড়া দুটি!
মনে করা হচ্ছে শারীরিক অসুস্থতার কারণে ঘোড়া দুটিকে কেউ ছেড়ে দিয়ে থাকতে পারে। অনেকেই আবার মনে করছেন পায়ের সমস্যার কারণে প্রয়োজন ফুরিয়েছে ভেবে মালিকপক্ষ তাদের চিকিৎসার দায়িত্ব না নিয়ে রাস্তায় ছেড়ে দিয়ে থাকতে পারে।
আরও পড়ুন :  লেভেল ক্রসিংয়ে ভোগান্তির দিন শেষ, এই জেলায় তৈরি হবে একাধিক ওভারব্রিজ
বর্তমানে আশ্রয়হীন ভাবেই ঘোড়া দুটি যত্রতত্র খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছে। কিছুদূর চলার পরই শারীরিক অসুস্থতার কারণে বসে পড়ছে তারা। যা দেখে রীতিমতো চোখে জল চলে আসছে স্থানীয় বাসিন্দাদের। ঘোড়াগুলির সেবা সুশ্রূষার জন্য বন দফতর থেকে স্থানীয় প্রশাসনকে জানানো হলেও, তাদের কোনরকম ভ্রুক্ষেপ নেই বলেই অভিযোগ এলাকাবাসীদের।
advertisement
advertisement
আরও পড়ুন :  মিলবে না ট্রেন, কর্মক্ষেত্রে পৌঁছতে বাসের আগাম টিকিট কাটছেন অনেকেই
আশ্রয়হীনভাবে রাস্তায় ঘোরার ফলে যে কোন মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। তাই এখন স্থানীয় বাসিন্দারা চাইছেন যেভাবেই হোক ঘোড়াগুলিকে উদ্ধার করে চিকিৎসা করা হোক বন দফতর বা প্রশাসনের তরফে। কী হবে এই অবলা প্রাণী দুটির ভবিষ্যৎ! আদৌ প্রশাসন কোনও পদক্ষেপ নেয় কি না, এখন সেদিকেই তাকিয়ে তারা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: অমানবিক দৃশ্য কাঁচরাপাড়ায়, খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে দুই আশ্রয়হীন অসুস্থ ঘোড়া
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement