হোম /খবর /দক্ষিণবঙ্গ /
অমানবিক দৃশ্য কাঁচরাপাড়ায়, খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছে নিরাশ্রয় অসুস্থ ঘোড়া

North 24 Parganas News: অমানবিক দৃশ্য কাঁচরাপাড়ায়, খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে দুই আশ্রয়হীন অসুস্থ ঘোড়া

X
রাস্তায় [object Object]

North 24 Parganas News: অমানবিক দৃশ্য কাঁচরাপাড়ায়, শারীরিক অসুস্থতা নিয়ে  রাস্তায় রাস্তায় বাঁচার লড়াই চালাচ্ছে দুটি ঘোড়া। ভ্রুক্ষেপ নেই কারোর।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: এক অমানবিক দৃশ্য কাঁচরাপাড়ায়। শারীরিক অসুস্থতা নিয়ে রাস্তায় রাস্তায় বাঁচার লড়াই চালাচ্ছে দুটি ঘোড়া। ভ্রুক্ষেপ নেই কারওর। প্রশ্ন উঠছে তাহলে কি সমাজ থেকে হারিয়ে যাচ্ছে মানবিকতা! স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে কাঁচরাপাড়ার রাস্তায় দেখা যাচ্ছে পায়ে আঘাত নিয়ে অসুস্থ দুটি ঘোড়া ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। স্থানীয় বাসিন্দারা আগে কখনও এই এলাকায় ঘোড়া দেখেননি বলেই জানান। তবে, কোথা থেকে এল ঘোড়া দুটি!

মনে করা হচ্ছে শারীরিক অসুস্থতার কারণে ঘোড়া দুটিকে কেউ ছেড়ে দিয়ে থাকতে পারে। অনেকেই আবার মনে করছেন পায়ের সমস্যার কারণে প্রয়োজন ফুরিয়েছে ভেবে মালিকপক্ষ তাদের চিকিৎসার দায়িত্ব না নিয়ে রাস্তায় ছেড়ে দিয়ে থাকতে পারে।

আরও পড়ুন :  লেভেল ক্রসিংয়ে ভোগান্তির দিন শেষ, এই জেলায় তৈরি হবে একাধিক ওভারব্রিজ

বর্তমানে আশ্রয়হীন ভাবেই ঘোড়া দুটি যত্রতত্র খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছে। কিছুদূর চলার পরই শারীরিক অসুস্থতার কারণে বসে পড়ছে তারা। যা দেখে রীতিমতো চোখে জল চলে আসছে স্থানীয় বাসিন্দাদের। ঘোড়াগুলির সেবা সুশ্রূষার জন্য বন দফতর থেকে স্থানীয় প্রশাসনকে জানানো হলেও, তাদের কোনরকম ভ্রুক্ষেপ নেই বলেই অভিযোগ এলাকাবাসীদের।

আরও পড়ুন :  মিলবে না ট্রেন, কর্মক্ষেত্রে পৌঁছতে বাসের আগাম টিকিট কাটছেন অনেকেই

আশ্রয়হীনভাবে রাস্তায় ঘোরার ফলে যে কোন মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। তাই এখন স্থানীয় বাসিন্দারা চাইছেন যেভাবেই হোক ঘোড়াগুলিকে উদ্ধার করে চিকিৎসা করা হোক বন দফতর বা প্রশাসনের তরফে। কী হবে এই অবলা প্রাণী দুটির ভবিষ্যৎ! আদৌ প্রশাসন কোনও পদক্ষেপ নেয় কি না, এখন সেদিকেই তাকিয়ে তারা।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Horse, North 24 Parganas