মহারাষ্ট্রে প্রধান পূজা হিসেবে মনে করা হয় গণেশ পুজাকে। গণেশ পুজোয় মেতে ওঠেন মহারাষ্ট্রের সকল মানুষ। তবে এ বছর গণেশ পুজোতে যেন এক টুকরো মহারাষ্ট্র, রেল শহর খড়গপুর। মহারাষ্ট্রে গণেশ পুজাকে টেক্কা দিয়েছে খড়গপুর মিনি ইন্ডিয়া।
আরও পড়ুন– টেক্সট মেসেজে অনেকগুলো প্রশ্নচিহ্ন বসান? এখনই আপনার যা জানা দরকার…
advertisement
একই ছাদের তলায় ১০০টি বিভিন্ন রূপের গণেশ প্রতিমা বসিয়ে তাক লাগিয়েছে নিমপুরার নিউ স্টার বয়েজ ক্লাব পুজো কমিটি। মঙ্গলবার সারা দেশ জুড়ে পালিত হল গণেশ পূজো। মহারাষ্ট্রে গণেশ বন্দনার পাশাপাশি রেল শহর খড়্গপুরে আপামর সাধারণ মানুষ মেতে উঠলেন গণেশ পুজোতে। সারিবদ্ধ ভাবে গণেশের প্রতিমা। শুধু তাই নয়, ১৫ ফুটেরও গণেশ প্রতিমা রয়েছে এই মণ্ডপে।
আরও পড়ুন– এই ৬ গাছ ভুলেও বাগানে লাগাবেন না, সাপ টেনে আনতে এদের জুড়ি মেলা ভার
প্রসঙ্গত সকল ধর্ম, সকল বর্ণের এবং সকল ভাষাভাষী মানুষের বাস রেলশহর খড়গপুরে। তবে মহারাষ্ট্রকে যেন পিছনে ফেলে তাক লাগালো রেলশহর।
সোমবার এই পুজোর উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার। পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন খড়্গপুর পৌরসভা পৌর প্রশাসক কল্যাণী ঘোষ-সহ অন্যরা। উদ্বোধনের রাত থেকে ঢল নামল ১০০ গণেশের এই পুজোতে।
Ranjan Chanda