Annoying Texting Habits: টেক্সট মেসেজে অনেকগুলো প্রশ্নচিহ্ন বসান? এখনই আপনার যা জানা দরকার...

Last Updated:
গলার স্বরে যে আন্তরিকতা প্রকাশ পায় তা বোঝা যায় না টেক্সট মেসেজে। একই ভাবে রাগ লুকানোও যায় টেক্সটে। তাই টেক্সট মেসেজ করার সময় সতর্ক থাকা দরকার। কিছু অভ্যাসের বদল দরকার। দেখে নেওয়া যাক এক নজরে।
1/12
যোগাযোগের ধরন বদলে গিয়েছে। মানুষ আজকাল বেশি সাচ্ছ্বন্দ্য বোধ করে টেক্সট মেসেজে। কিন্তু সমস্যা হল গলা না শুনে শুধু টেক্সট মেসেজের মাধ্যমে অপর প্রান্তের মানুষকে চেনা বেশ কঠিন। গলার স্বরে যে আন্তরিকতা প্রকাশ পায় তা বোঝা যায় না টেক্সট মেসেজে। একই ভাবে রাগ লুকানোও যায় টেক্সটে। তাই টেক্সট মেসেজ করার সময় সতর্ক থাকা দরকার। কিছু অভ্যাসের বদল দরকার। দেখে নেওয়া যাক এক নজরে।
যোগাযোগের ধরন বদলে গিয়েছে। মানুষ আজকাল বেশি সাচ্ছ্বন্দ্য বোধ করে টেক্সট মেসেজে। কিন্তু সমস্যা হল গলা না শুনে শুধু টেক্সট মেসেজের মাধ্যমে অপর প্রান্তের মানুষকে চেনা বেশ কঠিন। গলার স্বরে যে আন্তরিকতা প্রকাশ পায় তা বোঝা যায় না টেক্সট মেসেজে। একই ভাবে রাগ লুকানোও যায় টেক্সটে। তাই টেক্সট মেসেজ করার সময় সতর্ক থাকা দরকার। কিছু অভ্যাসের বদল দরকার। দেখে নেওয়া যাক এক নজরে।
advertisement
2/12
 যতিচিহ্ন—বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গিয়েছে যতিচিহ্নহীন কোনও উত্তর মোটেও আন্তরিক হয় না।
যতিচিহ্ন—বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গিয়েছে যতিচিহ্নহীন কোনও উত্তর মোটেও আন্তরিক হয় না।
advertisement
3/12
অত্যধিক যতিচিহ্ন- প্রশ্নচিহ্ন বেশি দিয়েও অনেকে টেক্সট করেন, যেমন, 'কেমন আছিস????', 'কোথায় আছিস????' এরকম টেক্সট কিন্তু আদতে যাঁর কাছে যাচ্ছে, তাঁর বিরক্তি জাগাতে পারে, তাই লেখা উচিত ব্যাকরণ মেনেই, একটার বেশি যতিচিহ্ন ডিজিটাল মাধ্যমেও ব্যবহারের মানে হয় না।
অত্যধিক যতিচিহ্ন- প্রশ্নচিহ্ন বেশি দিয়েও অনেকে টেক্সট করেন, যেমন, 'কেমন আছিস????', 'কোথায় আছিস????' এরকম টেক্সট কিন্তু আদতে যাঁর কাছে যাচ্ছে, তাঁর বিরক্তি জাগাতে পারে, তাই লেখা উচিত ব্যাকরণ মেনেই, একটার বেশি যতিচিহ্ন ডিজিটাল মাধ্যমেও ব্যবহারের মানে হয় না।
advertisement
4/12
ইমোজি— নিজের অভিব্যক্তি বোঝাতে আজকাল ইমোজি ব্যবহার করা হয়। কিন্তু অতিরিক্ত ইমোজি ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে। অপরপ্রান্তের মানুষটি বিরক্ত হতে পারেন।
ইমোজি— নিজের অভিব্যক্তি বোঝাতে আজকাল ইমোজি ব্যবহার করা হয়। কিন্তু অতিরিক্ত ইমোজি ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে। অপরপ্রান্তের মানুষটি বিরক্ত হতে পারেন।
advertisement
5/12
 উত্তরের অপেক্ষা— আমরা অনেক সময়ই ব্যস্ততার কারণে কোনও মেসেজের উত্তর দিতে পারি না। বা ভুলে যাই। এটা ঠিক নয়। খুব ব্যস্ত থাকলে সেই মেসেজ ‘আনরিড’ রেখে দেওয়াই ভাল, যাতে পরে তা দেখে মনে পড়ে।
উত্তরের অপেক্ষা— আমরা অনেক সময়ই ব্যস্ততার কারণে কোনও মেসেজের উত্তর দিতে পারি না। বা ভুলে যাই। এটা ঠিক নয়। খুব ব্যস্ত থাকলে সেই মেসেজ ‘আনরিড’ রেখে দেওয়াই ভাল, যাতে পরে তা দেখে মনে পড়ে।
advertisement
6/12
 বানান— বানান ভুল হলে তার একটা বড় প্রভাব পড়ে সম্পর্কের ক্ষেত্রে। এই বিষয়ে সচেতন হতে হবে।
বানান— বানান ভুল হলে তার একটা বড় প্রভাব পড়ে সম্পর্কের ক্ষেত্রে। এই বিষয়ে সচেতন হতে হবে।
advertisement
7/12
 দৈর্ঘ্য— অনেক কথা একসঙ্গে বলার দরকার নেই টেক্সট মেসেজে। যদি বলতেই হয় তাহলে অপর পক্ষকে জিজ্ঞাসা করে নেওয়াই ভাল তিনি এই সময় চ্যাট করতে ইচ্ছুক কি না।
দৈর্ঘ্য— অনেক কথা একসঙ্গে বলার দরকার নেই টেক্সট মেসেজে। যদি বলতেই হয় তাহলে অপর পক্ষকে জিজ্ঞাসা করে নেওয়াই ভাল তিনি এই সময় চ্যাট করতে ইচ্ছুক কি না।
advertisement
8/12
ভুল সংশোধন— অন্যের টেক্সটের ব্যাকরণ বা বানানগত ভুল সংশোধন করার প্রয়োজন নেই। ভুল হওয়ার অর্থ এই নয়, যে তিনি জানেন না। অনেক সময় প্রযুক্তিগত কারণেও ভুল হয়।
ভুল সংশোধন— অন্যের টেক্সটের ব্যাকরণ বা বানানগত ভুল সংশোধন করার প্রয়োজন নেই। ভুল হওয়ার অর্থ এই নয়, যে তিনি জানেন না। অনেক সময় প্রযুক্তিগত কারণেও ভুল হয়।
advertisement
9/12
ক্ষমা চাওয়া— কারও কাছে ক্ষমা চাওয়ার থাকলে সেটা মুখোমুখি চাওয়াই ভাল। টেক্সট মেসেজে ক্ষমা চাইলে বেশির ভাগ সময়ই তা মূল্যহীন হয়ে থাকে।
ক্ষমা চাওয়া— কারও কাছে ক্ষমা চাওয়ার থাকলে সেটা মুখোমুখি চাওয়াই ভাল। টেক্সট মেসেজে ক্ষমা চাইলে বেশির ভাগ সময়ই তা মূল্যহীন হয়ে থাকে।
advertisement
10/12
টাইপিং— কারও সঙ্গে চ্যাট করার সময় নিজের উত্তর লিখতে শুরু করে বার বার এডিট করা ঠিক নয়। তার চেয়ে বড় কিছু লিখতে হবে প্রথম খসড়া বানিয়ে নিয়ে তা লিখে ফেলা ভাল।
টাইপিং— কারও সঙ্গে চ্যাট করার সময় নিজের উত্তর লিখতে শুরু করে বার বার এডিট করা ঠিক নয়। তার চেয়ে বড় কিছু লিখতে হবে প্রথম খসড়া বানিয়ে নিয়ে তা লিখে ফেলা ভাল।
advertisement
11/12
সিনেমা হলে চ্যাটিং— শুধু সায়লেন্ট বা ভাইব্রেট মোডে রাখাটাই ভদ্রতা নয়। সিনেমা হলের অন্ধকারে মোবাইলের আলোয় চ্যাট করাটাও অন্য দর্শকদের জন্য বিরক্তির কারণ হতে পারে। সতর্ক থাকতে হবে।
সিনেমা হলে চ্যাটিং— শুধু সায়লেন্ট বা ভাইব্রেট মোডে রাখাটাই ভদ্রতা নয়। সিনেমা হলের অন্ধকারে মোবাইলের আলোয় চ্যাট করাটাও অন্য দর্শকদের জন্য বিরক্তির কারণ হতে পারে। সতর্ক থাকতে হবে।
advertisement
12/12
অসম্পূর্ণ বাক্য— অনেকেই একটি বাক্যকে ভেঙে ভেঙে পাঠান। এর ফলে যিনি মেসেজ পাচ্ছেন তিনি হয়তো দেখছেন ৩-৪টি মেসেজ এসেছে। আসলে সেটি একটিই বাক্য। যত তাড়াই থাকুক বাক্য সম্পূর্ণ করে মেসেজ পাঠাতে হবে।
অসম্পূর্ণ বাক্য— অনেকেই একটি বাক্যকে ভেঙে ভেঙে পাঠান। এর ফলে যিনি মেসেজ পাচ্ছেন তিনি হয়তো দেখছেন ৩-৪টি মেসেজ এসেছে। আসলে সেটি একটিই বাক্য। যত তাড়াই থাকুক বাক্য সম্পূর্ণ করে মেসেজ পাঠাতে হবে।
advertisement
advertisement
advertisement