এই ৬ গাছ ভুলেও বাগানে লাগাবেন না, সাপ টেনে আনতে এদের জুড়ি মেলা ভার

Last Updated:
Plants That Invites Snakes quickly: উল্লেখ করা হল ৬ গাছের, যা বাগানে লাগানো নিরাপদ নয়, সাপেদের নিজস্ব সৌন্দর্য আছে ঠিকই, কিন্তু গাছের শোভার পাশাপাশি নাগের দেহবল্লরী কি আবাস-উদ্যানে শোভা পায়?
1/9
সাপ নিয়ে মিথ যত, মিথ্যাও তত বেশি। সুপ্রাচীনকাল থেকে সাহিত্য, সংস্কৃতি আর কল্পনার একটা বড় অংশ জুড়ে রয়েছে উরগেরা, অর্থাৎ বুকে ভর দিয়ে চলা-ফেরা করে যারা। এই সব কল্পনার অধিকাংশই ভিত্তিহীন, যেমন, সাপ দুধ খায়, বাঁশির সুরে নাচে। কিন্তু সুগন্ধ? তা কি সত্যি আকৃষ্ট করে থাকে সাপেদের?
সাপ নিয়ে মিথ যত, মিথ্যাও তত বেশি। সুপ্রাচীনকাল থেকে সাহিত্য, সংস্কৃতি আর কল্পনার একটা বড় অংশ জুড়ে রয়েছে উরগেরা, অর্থাৎ বুকে ভর দিয়ে চলা-ফেরা করে যারা। এই সব কল্পনার অধিকাংশই ভিত্তিহীন, যেমন, সাপ দুধ খায়, বাঁশির সুরে নাচে। কিন্তু সুগন্ধ? তা কি সত্যি আকৃষ্ট করে থাকে সাপেদের?
advertisement
2/9
 এই নিয়ে, সত্যি বলতে কী, বিতর্কের পরিসর রয়েছে, তার অবসান এখনও হয়নি। অনেকে বলে থাকেন সাপেদের ঘ্রাণশক্তি সাতিশয় তীব্র, সুগন্ধের প্রতি তাদের আসক্তি জন্মগত এক চারিত্রিক দুর্বলতারই সমান। আবার, অনেকে বলেন, ফুলের উগ্র গন্ধ নাগেদের বিরক্তই করে।
এই নিয়ে, সত্যি বলতে কী, বিতর্কের পরিসর রয়েছে, তার অবসান এখনও হয়নি। অনেকে বলে থাকেন সাপেদের ঘ্রাণশক্তি সাতিশয় তীব্র, সুগন্ধের প্রতি তাদের আসক্তি জন্মগত এক চারিত্রিক দুর্বলতারই সমান। আবার, অনেকে বলেন, ফুলের উগ্র গন্ধ নাগেদের বিরক্তই করে।
advertisement
3/9
   ফুলের কথা উঠছে, কেন না, রাত-ফুলের গন্ধ টেনে নিয়ে এসেছে সাপেদের, এ আমরা অনেকেই দেখেছি, পরের ধাপে সেই গাছ কেটে ফেলতেও বাধ্য হয়েছি। এখানেও উল্লেখ করা হল তেমনই ৬ গাছের, যা বাগানে লাগানো নিরাপদ নয়, সাপেদের নিজস্ব সৌন্দর্য আছে ঠিকই, কিন্তু গাছের শোভার পাশাপাশি নাগের দেহবল্লরী কি আবাস-উদ্যানে শোভা পায়?
ফুলের কথা উঠছে, কেন না, রাত-ফুলের গন্ধ টেনে নিয়ে এসেছে সাপেদের, এ আমরা অনেকেই দেখেছি, পরের ধাপে সেই গাছ কেটে ফেলতেও বাধ্য হয়েছি। এখানেও উল্লেখ করা হল তেমনই ৬ গাছের, যা বাগানে লাগানো নিরাপদ নয়, সাপেদের নিজস্ব সৌন্দর্য আছে ঠিকই, কিন্তু গাছের শোভার পাশাপাশি নাগের দেহবল্লরী কি আবাস-উদ্যানে শোভা পায়?
advertisement
4/9
জুঁই- এই ফুলের গন্ধ সাপেদের টেনে আনে, তা অনেক সময়েই দেখা গিয়েছে। এখন গন্ধ টেনে এনেছে না কি গাছের গঠন, তা নিয়ে তর্ক চলবে। আসলে, এই গাছ গুল্মজাতীয়, ঝোপের মতো, সেখানে লুকিয়ে সাপের শিকার ধরতে সুবিধা হয়। তাই, জুঁইয়ের ঝাড়ের কাছে সাপের বাসা খুঁজে পাওয়া স্বাভাবিক ব্যাপার।
জুঁই- এই ফুলের গন্ধ সাপেদের টেনে আনে, তা অনেক সময়েই দেখা গিয়েছে। এখন গন্ধ টেনে এনেছে না কি গাছের গঠন, তা নিয়ে তর্ক চলবে। আসলে, এই গাছ গুল্মজাতীয়, ঝোপের মতো, সেখানে লুকিয়ে সাপের শিকার ধরতে সুবিধা হয়। তাই, জুঁইয়ের ঝাড়ের কাছে সাপের বাসা খুঁজে পাওয়া স্বাভাবিক ব্যাপার।
advertisement
5/9
 ঝাউ- ঝাউয়ের সৌন্দর্যে মুগ্ধ আমরা সকলেই, সাপেরাও কি? বলা যায়। আসলে, এই গাছও ঝোপ বেঁধে থাকে, ফলে সাপের লুকিয়ে থাকতে সুবিধা হয়।
ঝাউ- ঝাউয়ের সৌন্দর্যে মুগ্ধ আমরা সকলেই, সাপেরাও কি? বলা যায়। আসলে, এই গাছও ঝোপ বেঁধে থাকে, ফলে সাপের লুকিয়ে থাকতে সুবিধা হয়।
advertisement
6/9
  ক্লোভার- বাগানে এই ফুল চোখকে আরাম দেয়। আর সাপকে আরাম দেয় তার গাছের ঘন সারি। লুকিয়ে থেকে টপ করে শিকার মুখের ভিতরে পুরে নেওয়ার এমন সুবিধা আর কোথায়!
ক্লোভার- বাগানে এই ফুল চোখকে আরাম দেয়। আর সাপকে আরাম দেয় তার গাছের ঘন সারি। লুকিয়ে থেকে টপ করে শিকার মুখের ভিতরে পুরে নেওয়ার এমন সুবিধা আর কোথায়!
advertisement
7/9
  লেবুগাছ- লেবুর পাতা, ফুল, ফল- সবই সুগন্ধযুক্ত। কিন্তু সাপের টানের কারণ সেটা নয়। আসলে লেবু গাছের কাছে ইঁদুরে বাসা করে, গাছে বাসা বাঁধে ছোট পাখি। এদের খাওয়ার জন্যই গাছের কাছে ঘোরাফেরা করে সাপ।
লেবুগাছ- লেবুর পাতা, ফুল, ফল- সবই সুগন্ধযুক্ত। কিন্তু সাপের টানের কারণ সেটা নয়। আসলে লেবু গাছের কাছে ইঁদুরে বাসা করে, গাছে বাসা বাঁধে ছোট পাখি। এদের খাওয়ার জন্যই গাছের কাছে ঘোরাফেরা করে সাপ।
advertisement
8/9
   চন্দন- বলা হয়, সাপ না কি চন্দন গাছকে আলিঙ্গন করতে ভালবাসে। এ বিশ্বাস বহুকালের। অনেকে বলেন কারণটা সুগন্ধ নয়, শীতলতা। চন্দন শীতল গাছ, সাপও শীতল রক্তের প্রাণী। ফলে, তারা এই গাছে আশ্রয় নিতে পছন্দ করে।
চন্দন- বলা হয়, সাপ না কি চন্দন গাছকে আলিঙ্গন করতে ভালবাসে। এ বিশ্বাস বহুকালের। অনেকে বলেন কারণটা সুগন্ধ নয়, শীতলতা। চন্দন শীতল গাছ, সাপও শীতল রক্তের প্রাণী। ফলে, তারা এই গাছে আশ্রয় নিতে পছন্দ করে।
advertisement
9/9
   সিডার- ২০২২ সালের তুরস্কের ফ্যান্টাসি-ড্রামা শাহমারনে অর্ধ-নাগ, অর্ধ-মানব নায়ক সিডারের গন্ধকে আপাতভাবে চন্দন বলে ভুল করেছিল। এই দুই কাঠের গন্ধের মিল এতটাই, মিল তাদের প্রকৃতিতেও। সেই জন্যই চন্দনের মতো সেডার গাছও বাগানে লাগাতে বারণ করা হয়।
সিডার- ২০২২ সালের তুরস্কের ফ্যান্টাসি-ড্রামা শাহমারনে অর্ধ-নাগ, অর্ধ-মানব নায়ক সিডারের গন্ধকে আপাতভাবে চন্দন বলে ভুল করেছিল। এই দুই কাঠের গন্ধের মিল এতটাই, মিল তাদের প্রকৃতিতেও। সেই জন্যই চন্দনের মতো সেডার গাছও বাগানে লাগাতে বারণ করা হয়।
advertisement
advertisement
advertisement