এবার রাজ্য সরকারের উদ্যোগে এসএসকেএম এর ডাক্তার হাজির রোগীদের দুয়ারেই। বুধ ও বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে দুয়ারে পিজি হাসপতালের ডাক্তার কর্মসূচি রাজ্য সরকারের উদ্যোগে। মুখ্যমন্ত্রী উদ্যোগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের ব্যাবস্থাপনায় কেশিয়াড়ির রবীন্দ্র ভবন এবং খাজরা হাই স্কুলের দুটি বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন- “চোর ধরো, জেল ভরো” বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার!
advertisement
তেরশো অধিক রোগীদের চিকিৎসা হবে এই দুয়ারে ডাক্তার কর্মসূচিতে। রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের প্রথম কেশিয়াড়িতে এই বিশেষ প্রকল্পের শুভ সূচনা করলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক আয়েশা রাণী এ এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সারেঙ্গী।
আরও পড়ুন- মারাঠি রান্না অনেক খেয়েছেন, এবার সময় কোলাপুরি চপ্পলের: রাজ্যপালকে আক্রমণ উদ্ধবের
সিনিয়র এবং জুনিয়র ডাক্তার মিলে কলকাতার এসএসকেএম এর ৪০ জন ডাক্তার করেছেন দুদিনের এই শিবিরে। নাক, কান, গলা, অস্থি, শিশুরোগ ও চর্মরোগ সহ একাধিক বিভাগের চিকিৎসা হচ্ছে এই শিবিরে।চিকিৎসার পাশাপশি বিনামূল্যে ওষুধ ও সরবরাহ করা হচ্ছে। কলকাতা নাকি ও হাতের কাছে এসএসকেএম এর ডাক্তার পেয়ে খুশি রোগী ও তার পরিজনেরা।