সেই সঙ্গে, লাল হলুদ বাহিনীর ক্রিকেট দলও ক্লাব পর্যায়ের ক্রিকেটে একাধিক সাফল্য পেয়েছে। এই ঐতিহাসিক ক্লাবের ক্রিকেট দলকে আরও শক্তিশালী করতে এক অভিনব উদ্যোগ নিলেন ক্লাব কর্তারা। নতুন মরশুমে দলকে আরও শক্তিশালী করতে লাল হলুদ ব্রিগেডের ক্রিকেট দলের কোচ হিসাবে নিয়োগ করলেন পশ্চিম মেদিনীপুর জেলা তথা রাজ্যের উল্লেখযোগ্য ক্রীড়া প্রশিক্ষক সুশীল শিকারিয়া-কে।
advertisement
আরও পড়ুনঃ আর প্যাসেঞ্জার নয়! এক্সপ্রেস হিসেবে ছুটবে খড়্গপুর-হাতিয়া-খড়্গপুর ট্রেনটি
সম্প্রতি গত ৯ ই জুলাই ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিক সম্মেলন করে নতুন কোচ ও মেন্টর এর নাম ঘোষণা করেন ক্লাব কর্তারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণ মুজুমদার, নিতু সরকার সহ ক্লাবের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আরও পড়ুনঃ চক পেন্সিল কেটে হুবহু কেদারনাথ মন্দির তৈরী! তাক লাগাল শুভজিৎ
এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, এই প্রথম মেদিনীপুর শহরের প্রথম ব্যক্তি হিসাবে কলকাতার তিন প্রধানের কোনও এক ক্লাবের কোচ হিসাবে নির্বাচিত হয়ে অনন্য নজির সৃষ্টি করলেন 'মেদিনীপুরের গর্ব' সুশীল শিকারিয়া। স্বভাবতই, খুশির হাওয়া মেদিনীপুরের ক্রীড়া মহল থেকে শুরু করে আপামর মেদিনীপুরবাসীর মধ্যে।
Partha Mukherjee