Paschim Medinipur: আর প্যাসেঞ্জার নয়! এক্সপ্রেস হিসেবে ছুটবে খড়্গপুর-হাতিয়া-খড়্গপুর ট্রেনটি

Last Updated:

এবার আর প্যাসেঞ্জার (Passenger) নয়, এক্সপ্রেস (Express) হিসেবে ছুটবে খড়্গপুর-হাতিয়া-খড়্গপুর (১৮০৩৫/১৮০৩৬) ট্রেনটি।

#পশ্চিম মেদিনীপুর : এবার আর প্যাসেঞ্জার (Passenger) নয়, এক্সপ্রেস (Express) হিসেবে ছুটবে খড়্গপুর-হাতিয়া-খড়্গপুর (১৮০৩৫/১৮০৩৬) ট্রেনটি। আগামী ১৪ জুলাই (বৃহস্পতিবার) থেকে চলবে খড়্গপুর - হাতিয়া এক্সপ্রেস (Kharagpur Hatia Express - 18035) এবং শুক্রবার (১৫ জুলাই) থেকে চলবে হাতিয়া - খড়্গপুর এক্সপ্রেস (Hatia Kharagpur Express - 18036)। তবে, সময় মোটামুটি আগের মতোই থাকছে। বৃহস্পতিবার খড়্গপুর থেকে এই ট্রেনটি ছাড়বে সকাল ৮ টা ৪৫ এ। ট্রেনটি ওইদিন হাতিয়া-তে পৌঁছবে সন্ধ্যা ৬ টা ২৫ (18.25) এ। অপরদিকে, পরদিন সকালে হাতিয়া থেকে এই ট্রেন ছাড়বে ৯ টা ২০-তে। খড়্গপুরে পৌঁছবে সন্ধ্যা ৬ টা (18.00)-তে। এমনটাই জানানো হয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে।
স্বভাবতই খুশি, খড়্গপুর-মেদিনীপুর-শালবনী-গড়বেতা সহ জঙ্গলমহলের নিত্যযাত্রীরা। এছাড়াও, আরও বেশ কয়েকটি ট্রেন পুনরায় চলবে বলে জানানো হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে। এগুলো হল- শালিমার-লোকমান্য তিলক (মুম্বাই)/ ১৮০৩০ এক্সপ্রেস, সাঁতরাগাছি - ম্যাঙ্গালোর (২২৮৫১) এক্সপ্রেস এবং সাঁতরাগাছি - তাম্ব্রাম অন্ত্যোদ্যান (২২৮৪১) এক্সপ্রেস।
advertisement
advertisement
এদিকে, দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) চক্রধরপুর ডিভিশনে (Chakradharpur Division) কাজ চলার কারণে, আগামীকাল, ১১ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত এই ডিভিশনের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
আরও পড়ুনঃ মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে পড়ুয়া জোগাড় করতে হিমশিম শিক্ষকেরা!
হাতিয়া - ঝাড়সুখদা - হাতিয়া মেমু এক্সপ্রেস (১৮১৭৫/১৮১৭৬) রাওলকেল্লা-জগদলপুর-রাওলকেল্লা এক্সপ্রেস (১৮১০৭/১৮১০৮), রাওলকেল্লা-ঝাড়সুখদা-রাওলকেল্লা (০৮১৬৭/০৮১৬৮) এবং টাটানগর-ইটায়ারি-টাটানগর (১৮১০৯/১৮১১০) এক্সপ্রেস বাতিল করা হয়েছে আগামী ১১ থেকে ১৯ জুলাই অবধি। ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে আধুনিকীকরণের কাজ চলবে বলেই, এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে।
advertisement
Partha Mukherjee
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: আর প্যাসেঞ্জার নয়! এক্সপ্রেস হিসেবে ছুটবে খড়্গপুর-হাতিয়া-খড়্গপুর ট্রেনটি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement