পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম লাগোয়া অংশের পাশাপাশি খড়গপুর ডিভিশনের বিভিন্ন এলাকাতেও দাপিয়ে বেড়াচ্ছে হাতির পাল। বর্তমানে খড়গপুর ডিভিশনের কলাইকুন্ডা বিটে অবস্থান করছে ৫৭ থেকে ৬০টি হাতির দল। বারডাঙার জঙ্গলেও রয়েছে ২০ থেকে ২৫ টি হাতি। এই অবস্থায় এই হাতিদের উত্যক্ত করলে তারা গ্রামে ঢুকে ধ্বংসযজ্ঞে মেতে উঠতে পারে বলে আশঙ্কা।
advertisement
আরও পড়ুন: চিকিৎসকের মন জুড়ে ভিনদেশের মুদ্রা-স্ট্যাম্প, প্রযুক্তির উন্নতি বদলাতে পারেনি পার্থিবের শখ
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রচারের উপর জোর দিয়েছে বন দফতর। যে সমস্ত এলাকায় হাতি অবস্থান করছে বা ইতিমধ্যেই তাণ্ডব চালিয়েছে সেই সকল জায়গায় মাইকিং করা হচ্ছে। হাতিকে উত্যক্ত না করার জন্য সাবধান করে দেওয়া হচ্ছে গ্রামের মানুষকে। নিষেধাজ্ঞা ভঙ্গ করলে বন্যপ্রাণ আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বন দফতর। পাশাপাশি হাতির দলের গতিবিধির উপর প্রতিটা মুহূর্তে নজর রাখা হচ্ছে।
রঞ্জন চন্দ