West Medinipur News: চিকিৎসকের মন জুড়ে ভিনদেশের মুদ্রা-স্ট্যাম্প, প্রযুক্তির উন্নতি বদলাতে পারেনি পার্থিবের শখ
- Published by:kaustav bhowmick
Last Updated:
ছোটবেলায় দেখতেন মায়ের নামে নানান জায়গা থেকে চিঠি আসত। সেই চিঠির উপর থেকে ডাক টিকিট তুলে নিয়ে সংগ্রহ করে রাখতেন। সেই শুরু। পরে আরেকটু বড় হলে বিভিন্ন দেশের মুদ্রার প্রতি আকর্ষণ তৈরি হয়।
পশ্চিম মেদিনীপুর: তিনি চিকিৎসক। রোগীর সেবা মন দিয়েই করেন। কিন্তু হৃদয়জুড়ে দেশ-বিদেশের নানান মুদ্রা ও ডাক টিকিট। কোশিয়াড়ির পার্থিব রায় পেশায় পশু চিকিৎসক। কিন্তু তরুণ এই চিকিৎসকের সংগ্রহে ইতিমধ্যেই সাতশোরও বেশি দেশ-বিদেশের মুদ্রা আছে।
তাঁর এই অন্যরকম শখের কথা বলতে গিয়ে পার্থিব জানান, তাঁর মা স্কুল শিক্ষিকা ছিলেন। ছোটবেলায় দেখতেন মায়ের নামে নানান জায়গা থেকে চিঠি আসত। সেই চিঠির উপর থেকে ডাক টিকিট তুলে নিয়ে সংগ্রহ করে রাখতেন। সেই শুরু। পরে আরেকটু বড় হলে বিভিন্ন দেশের মুদ্রার প্রতি আকর্ষণ তৈরি হয়। বিশেষ করে বিরল এবং ঐতিহাসিক বৈশিষ্ট্য সম্পন্ন মুদ্রাই তাঁকে বেশি করে টানে। এরপর থেকে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ কয়েন ও নোট সংগ্রহে মন দেন। এই করতে করতে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার বহু দেশের মুদ্রা ও নোট ইতিমধ্যেই সংগ্রহ করে ফেলেছেন এই তরুণ পশু চিকিৎসক।
advertisement
আরও পড়ুন: ট্রেনের মধ্যেই সহযাত্রীর গায়ে আগুন, রেল লাইনে পড়ে তিন মৃতদেহ! কেরলে হাড় হিম করা ঘটনায় জঙ্গি যোগ?
advertisement
পাশাপাশি ডাকটিকিট সংগ্রহের নেশাটাও তাঁর এখনও বজায় আছে। পশ্চিম মেদিনীপুরের কোশিয়াড়ির পার্থিব রায় জানান, তাঁর শখ আগামী দিনে সংগ্রহ করা মুদ্রা ও ডাক টিকিট নিয়ে একটি প্রদর্শনী করা। এক সময় ডাক টিকিট সংগ্রহের এমন শখ অনেকের মধ্যেই দেখা যেত। কিন্তু ধীরে ধীরে সেই নেশা কমতে শুরু করে। আসলে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে চিঠি ব্যাপারটা কমে গিয়ে ই-মেল চালু হতেই ডাকটিকিট সংগ্রহের নেশাটা অনেকের থেকেই চলে যায়। তবে বিদেশি মুদ্রা ও নানান দেশের ডাক টিকিট সংগ্রহের এই নেশা যে একেবারে বিলুপ্ত হয়ে যায়নি তার জলজ্যান্ত প্রমাণ হলেন এই পশু চিকিৎসক।
advertisement
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
April 03, 2023 1:16 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: চিকিৎসকের মন জুড়ে ভিনদেশের মুদ্রা-স্ট্যাম্প, প্রযুক্তির উন্নতি বদলাতে পারেনি পার্থিবের শখ