Kerala train attack: ট্রেনের মধ্যেই সহযাত্রীর গায়ে আগুন, রেল লাইনে পড়ে তিন মৃতদেহ! কেরলে হাড় হিম করা ঘটনায় জঙ্গি যোগ?

Last Updated:
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কলকাতা: কেরলে চলন্ত ট্রেনের মধ্যেই এক সহযাত্রীর গায়ে আগুন ধরিয়ে দিলেন অন্য এক যাত্রী৷ অগ্নিকাণ্ডের এই ঘটনায় অন্তত আট জন ট্রেন যাত্রী আহত হয়েছেন৷ আবার এই ঘটনার পর পরই রেললাইনের উপর থেকে উদ্ধার হয়েছে তিন জনের দেহে৷ তাঁদের মধ্যে একটি শিশু এবং এক মহিলাও রয়েছেন৷ ওই তিন জন যাত্রীও অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে ওই ট্রেন থেকে নিখোঁজ ছিলেন৷
রবিবার রাতে কেরলের কোঝিকোড়ের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ ঘটনায় জঙ্গি যোগেরও সন্দেহ করছে পুলিশ৷ সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, গতকাল রাত ৯.৪৫ মিনিট নাগাদ আলাপ্পুঝা কন্নৌড় এক্সিকিউটিভ এক্সপ্রেস ট্রেনটি কোঝিকোড় সিটি পেরিয়ে কোড়াপুঝা রেল ব্রিজের উপরে পৌঁছয়৷ তখনই ট্রেনের ডি১ কামরার ভিতরে বচসাকে কেন্দ্র করে এক যাত্রীর গায়ে দাহ্য কোনও তরল ঢেলে আগুন ধরিয়ে দেন এক সহযাত্রী৷ সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে ওঠে ওই যাত্রীর শরীর৷
advertisement
advertisement
স্বভাবতই এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনের কামরার ভিতরে৷ অগ্নিকাণ্ডের এই ঘটনায় অন্তত আটজন যাত্রী আহত হন৷ ট্রেন থামাতে চেন টানেন এক যাত্রী৷ এর পরেই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়৷ এই ঘটনার পরই রেল লাইনের পাশ থেকে একটি ব্যাগের মধ্যে আরও এক বোতল পেট্রোল এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ৷ যার ফলে ঘটনার সঙ্গে জঙ্গি যোগ থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ৷
advertisement
আবার হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত একটি প্রতিবেদনে এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য উল্লেখ করে দাবি করা হয়েছে, ট্রেনটি কোরাপুঝা নদীর উপরে দাঁড়ানোর পরই মধ্য তিরিশের এক যুবক ট্রেন থেকে নেমে যায়৷ আগে থেকেই তার জন্য রেল লাইনের ধারে একটি বাইক অপেক্ষা করছিল৷ সেটিকে করেই পালিয়ে যায় ওই সন্দেহভাজন৷
advertisement
সিসিটিভি ফুটেজ থেকে হামলাকারী যুবককে চিহ্নিত করেছে পুলিশ৷ গোটা ঘটনাটি পূর্ব পরিকল্পিত হামলা বলই পুলিশের অনুমান৷ ট্রেনটি কন্নৌড়ে পৌঁছনোর পরেই কয়েকজন যাত্রী দাবি করেন, ট্রেন থেকে একটি শিশু এবং এক মহিলা নিখোঁজ হয়ে গিয়েছেন৷ আহত এক যাত্রীও ওই মহিলা এবং শিশুর খোঁজ করছিলেন বলে জানিয়েছেন আর এক যাত্রী৷ কামরার ভিতর থেকে ওই মহিলার জুতো এবং মোবাইল ফোনও উদ্ধার হয়৷
advertisement
এর পরেই ওই রেল লাইন ধরে নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ৷ সেই তল্লাশিতেই রেল লাইনের ধার থেকে ওই তিনটি দেহ উদ্ধার হয়৷ এক বছরের একটি শিশু, এক মহিলা ছাড়াও একজন পুরুষের দেহ উদ্ধার হয়৷ পুলিশের অনুমান কামরার ভিতরে অগ্নিকাণ্ডের ঘটনা থেকে বাঁচতে চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করতে গিয়েই ওই তিন জনের মৃত্যু হয়েছে৷
advertisement
জেলা পুলিশের এক কর্তা জানিয়েছেন, গোটা ঘটনার রহস্য উদঘাটনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে৷ ওই মহিলা এবং শিশু ট্রেনের যাত্রী হলেও তাঁদের সঙ্গে যে পুরুষের দেহ উদ্ধার হয়েছে, তাঁর পরিচয় পাওয়া যায়নি। ঘটনায় আহত মোট ৯ জনকে কোঝিকোড় মেডিক্যাল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kerala train attack: ট্রেনের মধ্যেই সহযাত্রীর গায়ে আগুন, রেল লাইনে পড়ে তিন মৃতদেহ! কেরলে হাড় হিম করা ঘটনায় জঙ্গি যোগ?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement