ট্রেনের কামরার বাইরে কেন থাকে সাদা-নীল ডোরা কাটা দাগ? জেনে নিন কারণ

Last Updated:
Indian Railways: ট্রেনের অনেক কোচ-এর বাইরে থাকে এমন সাদা-নীল ডোরা কাটা দাগ।
1/6
ট্রেনের কোচের উপর বিশেষ কিছু চিহ্ন থাকে। সেগুলি দেখে সেই কোচ সম্পর্কে জানা যায়।
ট্রেনের কোচের উপর বিশেষ কিছু চিহ্ন থাকে। সেগুলি দেখে সেই কোচ সম্পর্কে জানা যায়।
advertisement
2/6
এমনিতে কোচের বাইরে লেখা থাকে। যেমন-এসি, জেনারেল, স্লিপার। তবে কিছু চিহ্ন দেখেও বোঝা যেতে পারে সেই কোচের বিশেষত্ব।
এমনিতে কোচের বাইরে লেখা থাকে। যেমন-এসি, জেনারেল, স্লিপার। তবে কিছু চিহ্ন দেখেও বোঝা যেতে পারে সেই কোচের বিশেষত্ব।
advertisement
3/6
যদি কোনও কোচের বাইরে উপরের দিকে এমন সাদা-নীল ডোরা দাগ থাকে তা হলে বুঝতে হবে সেটা জেনারেল কোচ।
যদি কোনও কোচের বাইরে উপরের দিকে এমন সাদা-নীল ডোরা দাগ থাকে তা হলে বুঝতে হবে সেটা জেনারেল কোচ।
advertisement
4/6
যদি কোনও ট্রেনের কোচের বাইরে এরকম হলুদ দাগ থাকে তা হলে বুঝতে হবে সেটা প্রতিবন্ধীদের জন্য।
যদি কোনও ট্রেনের কোচের বাইরে এরকম হলুদ দাগ থাকে তা হলে বুঝতে হবে সেটা প্রতিবন্ধীদের জন্য।
advertisement
5/6
অনেক ক্ষেত্রে লোকাল ট্রেনে মহিলাদের কামরার বাইরেও গ্রে বা সবুজ রঙের দাগ থাকে।
অনেক ক্ষেত্রে লোকাল ট্রেনে মহিলাদের কামরার বাইরেও গ্রে বা সবুজ রঙের দাগ থাকে।
advertisement
6/6
স্লিপার কোচের বাইরে কোনওরকম দাগ সাধারণত থাকে না।
স্লিপার কোচের বাইরে কোনওরকম দাগ সাধারণত থাকে না।
advertisement
advertisement
advertisement