জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা নীলকান্ত মণ্ডল ১ মার্চ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। প্রথমে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক বলে তাঁকে দাসপুর থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল। গত ২৭ মার্চ কলকাতার বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা জানান, নীলকান্তের ব্রেন ডেথ হয়েছে।
আরও পড়ুন: সুপারি কিলারকে ২ লক্ষ টাকা দিয়ে বৌমার সঙ্গে এ কী করলেন শাশুড়ি! বারুইপুরের ঘটনায় চাঞ্চল্য
advertisement
আরও পড়ুন: বাঁকুড়ায় এ কী ঝামেলায় পড়লেন নেত্রী-অভিনেত্রী সায়ন্তিকা! চরম বিড়ম্বনায় তৃণমূলও
তারপরেই যুবকের বাবা শেখরঞ্জন মণ্ডল সিদ্ধান্ত নেন ছেলের অঙ্গদান করবেন। ছেলের দেহাঙ্গ অন্যের শরীরে প্রতিস্থাপন হবে। তাঁর ২৩ বছরের যুবক হঠাৎ মৃত্যুর পরেও এমন সিদ্ধান্ত নিতে পেরেছেন তিনি। পরিবারের অনুমতি পেয়ে, চিকিৎসকদের পরামর্শে তাঁর অঙ্গদান করা হয়েছে বলে জানাচ্ছে পরিবার। শনিবার সন্ধ্যায় নীলকান্তের দেহ আসে বাড়িতে। তবে তাঁর দেহ থেকে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ ছ’টি অঙ্গ। ছেলের মৃত্যুর শোক, বেদনা নিয়েই পরিবারের সাহসী এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সকলে।
Ranjan Chanda