South 24 Parganas News: সুপারি কিলারকে ২ লক্ষ টাকা দিয়ে বৌমার সঙ্গে এ কী করলেন শাশুড়ি! বারুইপুরের ঘটনায় চাঞ্চল্য

Last Updated:

South 24 Parganas News: গৃহবধুর স্বামীকে নেশাগ্রস্ত করে রাখা হত বলে অভিযোগ৷ দীর্ঘ ৬ মাস ধরে নিজের স্বামী খোঁজ নেই গৃহবধূর কাছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

নিজের পুত্রবধূকে অপহরণ করানোর  অভিযোগে গ্রেফতার শাশুড়ি 
নিজের পুত্রবধূকে অপহরণ করানোর  অভিযোগে গ্রেফতার শাশুড়ি 
বারুইপুর: পুত্রবধূকে পছন্দ নয়, তাই সুপারি কিলার দিয়ে কিডন্যাপ করানোর অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে৷ এই কাজের জন্য ২ লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে৷ গৃহবধূকে দু’দিন আটকে রাখা হয় বারুইপুর এলাকায়৷ এসপি অফিসের পুলিশ বলে ভুয়ো পরিচয় দিয়ে বারুইপুর থেকে গৃহবধূকে তুলে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার কাদারহাটে৷
পুলিশ সূত্রে খবর, অপহরণের পর তাঁকে বারুইপুরের একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল৷ কোনও রকমে একজনের সাহায্যে তিনি বেরিয়ে চলে আসেন৷ ঘটনায় অভিযোগ জানানো হয় নরেন্দ্রপুর থানায়৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ গৃহবধূর শাশুড়িকে গ্রেফতার করেছে৷ ধৃতের নাম পরী মণ্ডল৷ তাঁর বিরুদ্ধে ৩৬৩, ৩৬৫, ৪১৯, ৩৮৬ ও ১২০বি ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷
advertisement
advertisement
এই ঘটনায় বাকি অভিযুক্তরা পলাতক বলে জানা গিয়েছে৷ তাঁদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ ২০১৫ সালে বিয়ে হয় ওই গৃহবধূর৷ তাঁর বাপের বাড়ি সোনারপুরেরই বিদ্যাধরপুর এলাকায়৷ দম্পতির একটি সন্তানও আছে৷ ননদ, শাশুড়ির পছন্দ ছিল না তাঁকে৷
advertisement
গৃহবধুর স্বামীকে নেশাগ্রস্ত করে রাখা হত বলে অভিযোগ৷ দীর্ঘ ৬ মাস ধরে নিজের স্বামী খোঁজ নেই গৃহবধূর কাছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ আর কারা কারা এই ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সুত্রে খবর৷
অর্পণ মণ্ডল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: সুপারি কিলারকে ২ লক্ষ টাকা দিয়ে বৌমার সঙ্গে এ কী করলেন শাশুড়ি! বারুইপুরের ঘটনায় চাঞ্চল্য
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement