South 24 Parganas News: সুপারি কিলারকে ২ লক্ষ টাকা দিয়ে বৌমার সঙ্গে এ কী করলেন শাশুড়ি! বারুইপুরের ঘটনায় চাঞ্চল্য

Last Updated:

South 24 Parganas News: গৃহবধুর স্বামীকে নেশাগ্রস্ত করে রাখা হত বলে অভিযোগ৷ দীর্ঘ ৬ মাস ধরে নিজের স্বামী খোঁজ নেই গৃহবধূর কাছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

নিজের পুত্রবধূকে অপহরণ করানোর  অভিযোগে গ্রেফতার শাশুড়ি 
নিজের পুত্রবধূকে অপহরণ করানোর  অভিযোগে গ্রেফতার শাশুড়ি 
বারুইপুর: পুত্রবধূকে পছন্দ নয়, তাই সুপারি কিলার দিয়ে কিডন্যাপ করানোর অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে৷ এই কাজের জন্য ২ লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে৷ গৃহবধূকে দু’দিন আটকে রাখা হয় বারুইপুর এলাকায়৷ এসপি অফিসের পুলিশ বলে ভুয়ো পরিচয় দিয়ে বারুইপুর থেকে গৃহবধূকে তুলে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার কাদারহাটে৷
পুলিশ সূত্রে খবর, অপহরণের পর তাঁকে বারুইপুরের একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল৷ কোনও রকমে একজনের সাহায্যে তিনি বেরিয়ে চলে আসেন৷ ঘটনায় অভিযোগ জানানো হয় নরেন্দ্রপুর থানায়৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ গৃহবধূর শাশুড়িকে গ্রেফতার করেছে৷ ধৃতের নাম পরী মণ্ডল৷ তাঁর বিরুদ্ধে ৩৬৩, ৩৬৫, ৪১৯, ৩৮৬ ও ১২০বি ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷
advertisement
advertisement
এই ঘটনায় বাকি অভিযুক্তরা পলাতক বলে জানা গিয়েছে৷ তাঁদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ ২০১৫ সালে বিয়ে হয় ওই গৃহবধূর৷ তাঁর বাপের বাড়ি সোনারপুরেরই বিদ্যাধরপুর এলাকায়৷ দম্পতির একটি সন্তানও আছে৷ ননদ, শাশুড়ির পছন্দ ছিল না তাঁকে৷
advertisement
গৃহবধুর স্বামীকে নেশাগ্রস্ত করে রাখা হত বলে অভিযোগ৷ দীর্ঘ ৬ মাস ধরে নিজের স্বামী খোঁজ নেই গৃহবধূর কাছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ আর কারা কারা এই ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সুত্রে খবর৷
অর্পণ মণ্ডল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: সুপারি কিলারকে ২ লক্ষ টাকা দিয়ে বৌমার সঙ্গে এ কী করলেন শাশুড়ি! বারুইপুরের ঘটনায় চাঞ্চল্য
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement