Sayantika Banerjee: বাঁকুড়ায় এ কী ঝামেলায় পড়লেন নেত্রী-অভিনেত্রী সায়ন্তিকা! চরম বিড়ম্বনায় তৃণমূলও

Last Updated:

Sayantika Banerjee: গতকাল দিনভর বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে যান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকার সঙ্গী ছিলেন স্থানীয় তৃণমূলের নেতা কর্মীরা।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
বাঁকুড়া: দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ! তৃণমূলের তারকা নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ব্যাপক ক্ষোভ প্রকাশ দলেরই একাংশের। সুরক্ষা কবচ কর্মসূচিকে ঘিরে ফের প্রকাশ্যে এল রাজ্যের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ। গতকাল, শনিবার বিকেলে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের বড়শাল এলাকায় সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে রীতিমতো দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়তে হল তৃণমূলের তারকা নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে পড়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন সায়ন্তিকা-সহ তৃণমূলের স্থানীয় কর্মীরা।
গতকাল দিনভর বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে যান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকার সঙ্গী ছিলেন স্থানীয় তৃণমূলের নেতা কর্মীরা। কর্মসূচির অঙ্গ হিসাবে এলাকার চৌশাল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে বেরিয়ে আসার সময় স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ সায়ন্তিকার গাড়ি ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন।
advertisement
advertisement
দীর্ঘদিন তৃণমূলে যোগ দেওয়ার পরেও দলের বিভিন্ন কর্মসূচিতে ডাক না পাওয়ার অভিযোগ তোলেন তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, দলের অঞ্চল সভাপতি ও ব্লক সভাপতি দলের কোনও কর্মসূচিতে তাঁদের ডাকেন না। দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে স্বাভাবিক ভাবেই অস্বস্তি বোধ হয় সায়ন্তিকার। বিক্ষোভকারীদের বুঝিয়ে এলাকা ছাড়তে হয় সায়ন্তিকা-সহ তৃণমূলের নেতা কর্মীদের।
advertisement
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ক্ষোভ বিক্ষোভ কিছু হয়নি। একটি পরিবারে থাকতে গেলে কারও মান, অভিমান বা ঝগড়া হতেই পারে। কিন্তু দিনের শেষে আমরা একই পরিবারে থাকব। এর সুযোগ বিজেপি নিতে পারবে না।’’ তৃণমূলের ব্লক সভাপতির দাবি, দল বড় হয়েছে, এমন একটু আধটু হতেই পারে, দ্রুত সমস্যা মিটিয়ে ফেলা হবে। বিজেপির দাবি, ‘‘তৃণমূলের নেতা-নেত্রীরা দুর্নীতিতে ডুবে রয়েছেন। তাই কর্মীরা তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। এটা তৃণমূলের অশনি সঙ্কেত।’’
advertisement
প্রিয়ব্রত গোস্বামী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sayantika Banerjee: বাঁকুড়ায় এ কী ঝামেলায় পড়লেন নেত্রী-অভিনেত্রী সায়ন্তিকা! চরম বিড়ম্বনায় তৃণমূলও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement