Kanchanaa Moitra Health Update: মস্তিষ্কে ভয়ানক ক্ষতির আশঙ্কা ছিল! হেমাটোমার মতো জটিল রোগে আক্রান্ত হন কাঞ্চনা

Last Updated:
Kanchanaa Moitra Health Update: শুক্রবার অপারেশন সফল হওয়ার পর সেখান থেকেই ছবি পোস্ট করেছেন কাঞ্চনা। নাকে ব্যান্ডেজ বাঁধা। নল গোঁজা। একটি হাতেও চ্যানেল করা রয়েছে। হাসপাতালের শয্যায় শুয়ে তিনি।
1/6
শনিবার, অর্থাৎ আজই ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। চুপিসারে বাসা বাঁধছিল রোগ। নাকে ভয়ানক চোট পেয়েছিলেন ‘জগদ্ধাত্রী’র অভিনেত্রী।
শনিবার, অর্থাৎ আজই ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। চুপিসারে বাসা বাঁধছিল রোগ। নাকে ভয়ানক চোট পেয়েছিলেন ‘জগদ্ধাত্রী’র অভিনেত্রী।
advertisement
2/6
শুরুর দিকে পাত্তা না দিতেই চাগাড় দিয়ে বসে জটিল রোগ। সংবাদমাধ্যমকে কাঞ্চনা মৈত্র নিজেই জানিয়েছেন, পোষ্যকে আদর করতে গিয়ে নাকে চোট পেয়েছিলেন তিনি।
শুরুর দিকে পাত্তা না দিতেই চাগাড় দিয়ে বসে জটিল রোগ। সংবাদমাধ্যমকে কাঞ্চনা মৈত্র নিজেই জানিয়েছেন, পোষ্যকে আদর করতে গিয়ে নাকে চোট পেয়েছিলেন তিনি।
advertisement
3/6
সেখান থেকেই রক্তক্ষরণ, তার পরেই হেমাটোমা। জটিল রোগ মুক্তিতে সহায় হল কলকাতার এক বেসরকারি হাসপাতাল।
সেখান থেকেই রক্তক্ষরণ, তার পরেই হেমাটোমা। জটিল রোগ মুক্তিতে সহায় হল কলকাতার এক বেসরকারি হাসপাতাল।
advertisement
4/6
শুক্রবার অপারেশন সফল হওয়ার পর সেখান থেকেই ছবি পোস্ট করেছেন কাঞ্চনা। নাকে ব্যান্ডেজ বাঁধা। নল গোঁজা। একটি হাতেও চ্যানেল করা রয়েছে। হাসপাতালের শয্যায় শুয়ে তিনি।
শুক্রবার অপারেশন সফল হওয়ার পর সেখান থেকেই ছবি পোস্ট করেছেন কাঞ্চনা। নাকে ব্যান্ডেজ বাঁধা। নল গোঁজা। একটি হাতেও চ্যানেল করা রয়েছে। হাসপাতালের শয্যায় শুয়ে তিনি।
advertisement
5/6
ছবি দেখেই দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন ভক্তরা। তাঁর পোস্টের তলায় নানাবিধ প্রশ্ন, কী হয়েছে তাঁর, কেন তিনি হাসপাতালে ভর্তি, ইত্যাদি। জানা গেল, নাক থেকে মস্তিষ্কে প্রভাব পড়তে পারত, যদি সঠিক সময়ে অপারেশন না হত।
ছবি দেখেই দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন ভক্তরা। তাঁর পোস্টের তলায় নানাবিধ প্রশ্ন, কী হয়েছে তাঁর, কেন তিনি হাসপাতালে ভর্তি, ইত্যাদি। জানা গেল, নাক থেকে মস্তিষ্কে প্রভাব পড়তে পারত, যদি সঠিক সময়ে অপারেশন না হত।
advertisement
6/6
বেঁকে গিয়েছিল নাক, প্রবল যন্ত্রণা সহ্য করতে হচ্ছিল। তার পরেই চিকিৎসকের পরামর্শে তড়িঘড়ি অস্ত্রোপচার করান ‘ফাগুনের মোহনা’ ধারাবাহিকের অভিনেত্রী। এখন তিনি অনেকটা সুস্থ আছেন বলে জানা গিয়েছে।
বেঁকে গিয়েছিল নাক, প্রবল যন্ত্রণা সহ্য করতে হচ্ছিল। তার পরেই চিকিৎসকের পরামর্শে তড়িঘড়ি অস্ত্রোপচার করান ‘ফাগুনের মোহনা’ ধারাবাহিকের অভিনেত্রী। এখন তিনি অনেকটা সুস্থ আছেন বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
advertisement