হোম /খবর /বিনোদন /
‘রাজনীতি’তে দিতিপ্রিয়া, এবার বাবার ভূমিকায় কৌশিক, সৌরভের সিরিজে কণীনিকা-অর্জুনও

Rajniti New Web Series: ‘রাজনীতি’তে দিতিপ্রিয়া, এবার বাবার ভূমিকায় কৌশিক, সৌরভের সিরিজে কণীনিকা-অর্জুনও

‘রাজনীতি’ ওয়েব সিরিজ

‘রাজনীতি’ ওয়েব সিরিজ

Rajniti New Web Series: গাড়ির দুর্ঘটনায় স্মৃতি হারিয়ে অতীত থেকে বিচ্ছিন্ন দিতিপ্রিয়া। স্মৃতি ফেরানোর লড়াইয়ে এক এক করে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হবে এই চরিত্র।

  • Share this:

কলকাতা: এবার ‘রাজনীতি’তে দিতিপ্রিয়া রায়। বাস্তব রাজনীতির ময়দান নয়। অভিনেতা, পরিচালক সৌরভ চক্রবর্তীর ওয়েব সিরিজে ‘রাজনীতি’তে অভিনয় করলেন টলি নায়িকা। কলকাতা শহর, বাংলার বিভিন্ন এলাকা এবং ওড়িশার কিছু অংশে শ্যুট হয়েছে এই সিরিজের। মুক্তি পাবে ‘হইচই’-তে।

আরও পড়ুন: মস্তিষ্কে ভয়ানক ক্ষতির আশঙ্কা ছিল! হেমাটোমার মতো জটিল রোগে আক্রান্ত হন কাঞ্চনা

আরও পড়ুন: কোভিড, ডেঙ্গু, অপারেশন, শরীর অসাড় অঞ্জনার! বছর পেরিয়ে ফ্লোরে ফিরছেন অভিনেত্রী

দিতিপ্রিয়া ছাড়াও তাবড় তাবড় তারকা অভিনয় করেছেন সৌরভের সিরিজে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো তাবড় অভিনেতা, পরিচালককে নির্দেশনা দিয়ে যারপরনাই খুশি সৌরভ। সাংসদের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পর কৌশিক গঙ্গোপাধ্যায়ের মেয়ের চরিত্রে অভিনয় করছেন দিতিপ্রিয়া। মায়ের চরিত্রে কণীনিকা বন্দ্যোপাধ্যায়।

সৌরভ চক্রবর্তী সৌরভ চক্রবর্তী

গাড়ির দুর্ঘটনায় স্মৃতি হারিয়ে অতীত থেকে বিচ্ছিন্ন দিতিপ্রিয়া। স্মৃতি ফেরানোর লড়াইয়ে এক এক করে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হবে এই চরিত্র। এই চার শিল্পী ছাড়াও উচ্চপ্রশংসিত নাট্য অভিনেতা শ্যামল চক্রবর্তীকেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। অন্যদিকে কণীনিকা এই সিরিজের হাত ধরেই প্রথমবার ওটিটি-তে পা রাখছেন।

Published by:Teesta Barman
First published:

Tags: Arjun Chakraborty, Ditipriya Roy, Kaushik Ganguly, Koneenica Banerjee, Sourav Chakraborty