North 24 Parganas News: মাটি বোঝাই ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে ভয়ানক পরিণতি! বসিরহাটের ঘটনায় শিউরে উঠবেন

Last Updated:

North 24 Parganas News: স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে সান্ডেলেরবিল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চালক আব্দুরকে মৃত বলে ঘোষণা করেন।

হিঙ্গলগঞ্জে পথ দুর্ঘটনায় মৃত ১ 
হিঙ্গলগঞ্জে পথ দুর্ঘটনায় মৃত ১ 
বসিরহাট: মাটি বোঝাই ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারল ইট বোঝাই ইঞ্জিনভ্যান। মর্মান্তিক ঘটনা বসিরহাটে। মৃত ১, গুরুতর জখম ৩। উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার দুলদুলি গ্রাম পঞ্চায়েতের লেবুখালী কাঠপোল এলাকায় হাসনাবাদ-লেবুখালী রোডে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বেলা ১২টা নাগাদ লেবুখালী থেকে হাসনাবাদের দিকে একটি পণ‍্য বোঝাই ট্রাক্টর যাচ্ছিল। সেই সময় ইট বোঝাই একটি ইঞ্জিনভ্যান দ্রুতগতিতে গ্রামের রাস্তা থেকে মেন রোডে উঠছিল। ওই মাটি বোঝাই ট্রাক্টরকে পাশ দিতে গিয়ে ইঞ্জিনভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণ হারাতেই ইঞ্জিন সোজা গিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। ঘটনায় ইঞ্জিন ভ্যানটি উল্টে মৃত্যু হয় ইঞ্জিন ভ্যান চালক আব্দুল রহমান মণ্ডলের। বয়স ২৮ বছর। মৃত চালক মাধবকাটি গ্রামের বাসিন্দা।
advertisement
advertisement
এই ঘটনায় ট্রাক্টরে থাকা ৩ জন আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে সান্ডেলেরবিল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চালক আব্দুরকে মৃত বলে ঘোষণা করেন। বাকি তিনজন গুরুতর আহত অবস্থায় ওই হাসপাতালে ভর্তি।
advertisement
হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তুষার মণ্ডল বলেন, ‘‘বিগত দিনে বেশ কয়েকটি দুর্ঘটনা এই রাস্তায় ঘটেছে। গাড়িগুলির কি আদৌ গতি নিয়ন্ত্রণে থাকছে না? পুলিশ প্রশাসন এই ঘটনা তদন্ত করুক এবং এমন ব্যবস্থা করুক যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা আর না ঘটে।’’ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: মাটি বোঝাই ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে ভয়ানক পরিণতি! বসিরহাটের ঘটনায় শিউরে উঠবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement