TRENDING:

West Medinipur News: সরোবরের মাঝে এক টুকরো কন্যাকুমারী! না দেখলেই মিস

Last Updated:

পিংলার প্রত্যন্ত গ্রামের দুর্গাপুজোর থিম কন্যাকুমারী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: বাঙালির বারোমাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম দুর্গাপুজো। তার জন্য আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মণ্ডপ, প্রতিমাতে থাকে থিমের চমক। পশ্চিম মেদিনীপুরের পিংলার প্রত্যন্ত গ্রামীণ এলাকা জলচকে এবারের দুর্গাপুজোর প্যান্ডেলের থিম কন্যাকুমারী।
advertisement

আরও পড়ুন: অন্য ভ্যানের ধাক্কায় নয়ানজুলিতে পড়ে মৃত্যু ইঞ্জিনভ্যান চালকের

প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বড় বাজেটের পুজো। ১০ নম্বর অঞ্চল জলচক গোকুলচক নাটেশ্বরী বাজার সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি তাঁদের থিমের মাধ্যমে এবার চমকে দিতে চলেছে। এবছর প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে পুজো হচ্ছে জলচকে। মণ্ডপের পাশাপাশি এবার প্রতিমাতেও থাকছে থিমের চমক। পূর্ব মেদিনীপুর ঘেঁষা পশ্চিম মেদিনীপুর জেলার শেষ সীমান্ত জলচক। গতবছরও নতুন থিমে প্যান্ডেল তৈরি করে তাক লাগিয়েছিলেন এঁরা। তবে এবার এক টুকরো কন্যাকুমারীকে ফুটিয়ে তুলছেন উদ্যোক্তারা। সরোবরের মাঝে ফুটিয়ে তোলা হচ্ছে পুজোর থিমকে। জল সরিয়ে প্রতিমা দেখতে যেতে হবে প্রত্যেককে।

advertisement

View More

আয়োজকরা জানিয়েছেন, গত বছর সারারাত ধরে ঠাকুর দেখেছেন দর্শকরা। দিনের পাশাপাশি রাতে বেশ ভিড় হয়েছিল এখানে। প্রতিদিনই লক্ষাধিক মানুষ পুজো দেখতে এসেছিলেন জলচকে। তবে এবারে সেই ভিড় আরও বেশি হবে বলে মনে করছেন উদ্যোক্তারা। পুজোর পাশাপাশি আয়োজিত হবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

রঞ্জন চন্দ

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: সরোবরের মাঝে এক টুকরো কন্যাকুমারী! না দেখলেই মিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল