Howrah News: অন্য ভ্যানের ধাক্কায় নয়ানজুলিতে পড়ে মৃত্যু ইঞ্জিনভ্যান চালকের
- Reported by:RAKESH MAITY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
পথ দুর্ঘটনায় হাওড়ার পাঁচলায় মর্মান্তিক মৃত্যু হল এক ইঞ্জিনভ্যান চালকের
হাওড়া: দুই ইঞ্জিন ভ্যানের সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল এক চালকের। আরও একজন গুরুতর আহত। ঘটনাটি ঘটেছে পাঁচলার গঙ্গাধরপুর থেকে রানিহাটি সড়কে। মঙ্গলবার সন্ধেয় এই ভয়ানক দুর্ঘটনার সাক্ষী স্থনীয়রা। দুর্ঘটনায় মৃত ভ্যান চালকের নাম শেখ সহরাব (৩৫ )।
জানা গিয়েছে মৃত ভ্যান চালকের বাড়ি নদিয়ায়। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধেয় গঙ্গাধরপুর থেকে রানিহাটি দিকে যাওয়ার পথে গঙ্গাধরপুর ঝাউতলা সংলগ্ন স্থানে দুর্ঘটনা ঘটে। একটি মাল বোঝাই ইঞ্জিন ভ্যানের পিছনে এসে সজোরে ধাক্কা মারে অন্য একটি ইঞ্জিন ভ্যান। সামনে থাকা ইঞ্জিন ভ্যানের চালক ও খালাসি ছিটকে পড়েন নয়ানজুলিতে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ওই ইঞ্জিনভ্যানের চালক এবং খালাসিকে উদ্ধার করে গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক ইঞ্জিন ভ্যানের চালক শেখ সহরাবকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
গুরুতর আহত অবস্থায় ইঞ্জিন ভ্যানের খালাসির চিকিৎসা চলছে। এদিকে যে ইঞ্জিন ভ্যানটি ধাক্কা মেরেছিল তার চালক পালিয়ে যায়। গঙ্গাধরপুর থেকে রানিহাটি কয়েক কিলোমিটার রাস্তা সংস্কারের পর থেকে পর পর দুর্ঘটনা ঘটছে। কয়েক মাস আগেই এক বাইক আরোহীর মৃত্যু হয়। তারপর আবার এই দুর্ঘটনায় প্রাণহানী হল। স্বাভাবিকভাবে চিন্তিত স্থানীয়রা।
রাকেশ মাইতি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 20, 2023 12:59 PM IST









