আরও পড়ুন Birbhum News : মাত্র ৩০ টাকায় ঘুরে গেল ভাগ্যের চাকা! ১ ঘণ্টার মধ্যেই চপ বিক্রেতা হলেন কোটিপতি!
অন্যদিকে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের মানুষ। শালবনীর এক বাসিন্দা গোবিন্দ মন্ডল বলেন, যদি প্রতি জেলায় হরিণালয় তৈরি হয়, তাহলে খুবই ভাল হবে। কারণ হরিণ মানুষের কাছে একটি আকর্ষনীয় পশু। এমনিতেই এখন পশ্চিম মেদিনীপুরের দুয়েকটি জায়গা ছাড়া হরিণ দেখতে পাওয়া যায় না। ফলে রাজ্য সরকারের এই উদ্যোগ খুবই ভাল সিদ্ধান্ত।
advertisement
আরও পড়ুন Red Alert |Weather Update: লাগাতার বৃষ্টি জেলা জুড়ে, জারি লাল সতর্কতা জলপাইগুড়ি শহরে নামাল বোট
প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলা শহর মেদিনীপুরের অরবিন্দ শিশু উদ্যানে বর্তমানে একটি হরিণালয় রয়েছে, যেখানে প্রায় ৩০/৪০ টি হরিণ রয়েছে। এছাড়া জেলায় আর কোথাও হরিণ সংরক্ষণ কেন্দ্র নেই।অন্য দিকে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল শালবনী, গড়বেতা, গোয়ালতোড়, চ্ন্দ্রকোনা রোড এলাকায় প্রায়শই জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে চিতল হরিণ, অনেক সময় পথ দূর্ঘটনায় মারাও যায়। তাই হরিণালয় হলে এই এলাকার হরিণ গুলিকেও সেখানে সংরক্ষণ করা সম্ভব হবে বলে মনে করেন জেলার পশুপ্রেমী মানুষেরা।
Partha Mukherjee