আরও পড়ুন: দুই জেলার মধ্যে একমাত্র সংযোগ রক্ষাকারী সেতুকে বাঁচাতে মরিয়া খানাকুলবাসী
সম্প্রতি পূর্ব মেদিনীপুরের মহিষাদলে আয়োজিত হয়েছিল আর্ম রেসলিং প্রতিযোগিতা। সেখানে অংশ নিয়ে দ্বিতীয় হয় দাঁতনের সৌরভ। সামাজিক মাধ্যমে আর্ম রেসলিং বা পাঞ্জা লড়াই দেখে এই খেলার প্রতি উৎসাহ তৈরি হয়েছিল সৌরভের। তবে সামান্য দিন আনি দিন খাওয়া পরিবার থেকে উঠে এসে এতদূর পৌঁছনো সহজসাধ্য ছিল না সৌরভের।
advertisement
সৌরভের বাবা রাজেশ দাসের দাঁতনের সরাইবাজারে লাইট, ঘড়ি সারানোর দোকান আছে। সেখান থেকে যে কটা টাকা রোজগার হয় তা দিয়েই চলে সংসার। অভাবে সংসার সৌরভের ইচ্ছেকে দমিয়ে দিতে পারেনি। নিজেকে প্রস্তুত করার জন্য বাড়ির পাশে একটি জিমেও ভর্তি হয় সে। কঠোর পরিশ্রমের পর আজ সফল সৌরভ।
advertisement
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 07, 2023 6:36 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: পেটে খিদে নিয়েই পাঞ্জা লড়ে এল বিরাট সাফল্য! যুবকের কীর্তি শুনলে অবাক হবেন





