Hooghly News: দুই জেলার মধ্যে একমাত্র সংযোগ রক্ষাকারী সেতুকে বাঁচাতে মরিয়া খানাকুলবাসী
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
হাওড়া জেলার সঙ্গে সংযোগ রক্ষাকারী একমাত্র কাঠের সেতুকে বাঁচাতে মরিয়া খানাকুলের মানুষ। দিনরাত এক করে কাজ চলছে
হুগলি: খানাকুল থেকে হাওড়া যাওয়ার একমাত্র যোগসূত্র কাঠের সেতু বাঁচাতে মরিয়া এলাকাবাসীরা। হরিশচকে এই সেতু অবস্থিত। টানা বৃষ্টি এবং ডিভিসির জল ছাড়ার কারণে অস্তিত্ব সঙ্কটে পড়েছে এই সেতুটি। যেকোনও মুহূর্তে সেতুটি ভেঙে পড়তে পারে। বাড়ছে নদীর জল। সেই সঙ্গে কচুরিপানার ঝাঁক এসে জড়ো হচ্ছে কখনও কখনও। এই পানার চাপে এবং জলের চাপে যেকোনও সময় ভেঙে পড়তে পারে কাঠের সেতুটি। হাওড়া ও হুগলির মধ্যে সংযোগ রক্ষাকারী এই সেতুর উপর হরিশচক এলাকার মানুষ নির্ভরশীল। চার চাকা সহ বিভিন্ন গাড়ি চলাচল করে এই কাঠের সেতুর উপর দিয়ে। তাই এই সেতুকে বাঁচাতে গ্রামবাসীরা মরিয়া চেষ্টা চালাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে ।
স্থানীয় বাসিন্দারা জানান, ডিভিসি যত জল ছাড়ছে ততই এই কাঠের সেতুর অস্তিত্ব নিয়ে চিন্তা বাড়ছে। সেইসঙ্গে কচুরিপানার স্তূপ ভেসে আসাটাও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
advertisement
অন্যদিকে সেতু মালিক বিজয় মোদক জানিয়েছেন, বাঁশ এবং লাঠির সাহায্যে পানা সরানোর কাজ চলছে। সেতু রক্ষা করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন শ্রমিক থেকে বাসিন্দারা। জীবনের ঝুঁকি নিয়ে সকলে কাজ করছেন। তাই শেষ পর্যন্ত হাওড়া-হুগলি সংযোগ রক্ষাকারী এই সেতুটি রক্ষা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
advertisement
শুভজিৎ ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 07, 2023 6:01 PM IST
