North 24 Parganas News: পেট্রল পাম্পের নর্দমায় জমে থাকা তেলে ভয়াবহ আগুন!

Last Updated:

সাত সকালে তীব্র আতঙ্ক মাটিয়ায়। পেট্রল পাম্পের নর্দমায় জমে থাকা তেলে আগুন লেগে যায়, দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

উত্তর ২৪ পরগনা: পেট্রল পাম্পের নর্দমায় জমে থাকা তেলে আগুন লেগে আতঙ্ক ছড়ালো মাটিয়ার বিবিপুর এলাকায়। শেষ পর্যন্ত দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার সাত সকালে এই ঘটনা ঘটে।
মাটিয়া থানার বিবিপুর এলাকায় টাকি রোড (রাজ্য সড়ক-২) পার্শ্ববর্তী একটি পেট্রল পাম্পের নর্দমায় জমে থাকার তেলে শনিবার সকালে হঠাৎই আগুন লেগে যায়। দ্রুত সেই আগুন চারিপাশে ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, ওই পেট্রল পাম্পের পাশ দিয়ে চলে যাওয়া একটি ড্রেনে পেট্রল পাম্পের বর্জ্য পেট্রল ও ডিজেল জমা হতো। সেই নর্দমাতেই শনিবার সাত সকালেই হঠাৎই আগুন ধরে যায়। আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়তে থাকে।
advertisement
advertisement
এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত খবর দেওয়া হয় মাটিয়া থানায়। মাটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক গোপাল সরকার দমকলকে সঙ্গে করে ঘটনাস্থলে পৌঁছন। দমকলের একটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় ছড়িয়ে পড়তে থাকা ওই আগুন নিয়ন্ত্রণে আনে। কী করে এই আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক অনুমান, ওই নর্দমার পাশে দিয়ে হেঁটে যাওয়া পথচলতি কেউ হয়তো জ্বলন্ত সিগারেট বা বিড়ি ওই ড্রেনে ফেলেছিলে। তা থেকেই এই আগুন ছড়িয়ে পড়তে পারে।
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: পেট্রল পাম্পের নর্দমায় জমে থাকা তেলে ভয়াবহ আগুন!
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement