South 24 Parganas News: ‌পুজোর আগে যানজট এড়াতে সোনারপুরে তুলে দেওয়া হল হকারদের

Last Updated:

সোনারপুর স্টেশন সংলগ্ন বাজার এলাকায় ফুটপাত দখল করে বসতেন হকাররা। দুর্গাপুজোর সময় যানজট এড়াতে সেই হকারদের উচ্ছেদ করল প্রশাসন

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: দুর্গাপুজো শুরু হতে হাতেগোনা আর কয়েকটা দিন মাত্র বাকি। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আগে এখন চারিদিকে সাজো সাজো রব। কিন্তু দুর্গাপুজো মানেই যানজটের সমস্যা। আর সেই সমস্যা এড়াতেই এবার আগেভাগে পদক্ষেপ করছে প্রশাসন। সেই লক্ষ্যে শনিবার সোনারপুরে স্টেশন সংলগ্ন বাজার এলাকায় ফুটপাত দখল করে বসে থাকা হকারদের তুলে দিল পুলিশ প্রশাসন। যাতে পুজোর সময় যাতায়াতের সমস্যা তৈরি না হয় এবং যানজট এড়ানো যায়।
সোনারপুর স্টেশন সংলগ্ন এই বাজার এলাকায় পথ দখল করে হকাররা বসে থাকায় অফিস টাইমে ট্রেন ধরতে গিয়ে বিপদে পড়েন যাত্রীরা। সোনারপুর ষ্টেশন থেকে বেরিয়েই সোনারপুর বাজার। ট্রেন ধরার ক্ষেত্রে দুর্ভোগ বেশি পোহাতে হয় রেলযাত্রীদের। এখানে রাস্তা দখল করে বেশ কিছু হকার স্থায়ী দোকানও তৈরি করে নিয়েছিলেন। এসবের পাশাপাশি রয়েছে যত্রতত্র অটো ও টোটোর যাত্রী তোলা-নমানোর সমস্যা।
advertisement
advertisement
পুজোর মুখে বাজারে কেনাকাটা করতে আসছেন অনেকেই। এই অবস্থায় তীব্র যানজটে নাকাল হচ্ছেন পথচারী ও নিত্যযাত্রীরা। তাই সোনারপুর বাজার কমিটি, পুলিশ, পুরসভা যৌথ উদ্যোগে যানজট এড়াতে প্রচার শুরু করেছে। পুর প্রতিনিধি, পুলিশ ও বাজার কমিটির সদস্যরা শনিবার থেকে প্রচার চালাচ্ছেন সোনারপুর এলাকাকে যানজট মুক্ত করতে।
পাশাপাশি রাস্তা দখল করে বসে থাকা হকারদের তুলে দেওয়া হয়। প্রশাসনের এই পদক্ষেপকে সমর্থন করেছেন সেখানকার সাধারণ মানুষ।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ‌পুজোর আগে যানজট এড়াতে সোনারপুরে তুলে দেওয়া হল হকারদের
Next Article
advertisement
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত জয়পুরের এক মাস্টারপিস
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল জয়পুরের এক মাস্টারপিস
  • ১ কোটি টাকার মহারানি গাউন !

  • ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত

  • জয়পুরের এক মাস্টারপিস

VIEW MORE
advertisement
advertisement