২০২২ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফল প্রকাশের পর পিংলার প্রত্যন্ত গ্রামীণ এলাকা জলচকের নাম সারা বাংলার কাছে অনন্য নজির সৃষ্টি করেছিলেন। উচ্চ মাধ্যমিকে সেরা ১০-এ নাম লিখিয়েছিলেন বেশ কয়েক জন ছাত্রছাত্রী।
আরও পড়ুন: হঠাৎই জয়নগরে পুলিশের রুট মার্চ, হতভম্ব এলাকার মানুষ!
আরও পড়ুন: উত্তরপ্রদেশের শহর থেকে রহস্যজনক ভাবে উধাও কাক! বিশেষজ্ঞদের কথা শুনলে শিউরে উঠবেন
advertisement
এবার রাষ্ট্রপতি পুরস্কার পেলেন সবংয়ের এক ছাত্রী। একটি সংস্থার আয়োজনে প্রবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে জাতীয় স্তরে এই সাফল্য শুভ্রা সিংহের। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পান পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের জলচক নাটেশ্বরী নেতাজী বিদ্যায়তনের ছাত্রী শুভ্রা সিংহ। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লক এলাকায়। শুভ্রা সিংহ এ বছর উচ্চমাধ্যমিক দিয়েছেন। পড়াশোনায় অত্যন্ত মেধাবী তিনি। বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন শুভ্রা।
শুভ্রা ‘সুস্থ ও স্বাস্থ্যকর ভারত গড়ার উপায়’ এই বিষয়ের প্রবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। টাটা ইন্ডিয়া স্কুল এই প্রতিযোগিতার আয়োজন করেছিল। প্রতিযোগিতায় সাফল্য পাওয়ায় রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পায় শুভ্রা সিংহ। স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে এলাকার মানুষজন খুশি শুভ্রার এই সাফল্যে। স্কুলের পক্ষ থেকে শুভ্রাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুভ্রার চিকিৎসক হতে চান। আগামীতে তাঁর আরও সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা।
রঞ্জন চন্দ





