Crows Disappearing: উত্তরপ্রদেশের শহর থেকে রহস্যজনক ভাবে উধাও কাক! বিশেষজ্ঞদের কথা শুনলে শিউরে উঠবেন

Last Updated:

Crows Disappearing: আশ্চর্যজনক ভাবে বর্তমানে কাক তেমন দেখা যায় না। বড় শহরগুলি থেকে কাক যেন উবে যাচ্ছে। কিন্তু এর পিছনের রহস্যটা ঠিক কী?

কাক উধাও উত্তরপ্রদেশের শহর থেকে
কাক উধাও উত্তরপ্রদেশের শহর থেকে
হরদোই: এমনিতে কাকের ডাক কিংবা কাকের উৎপাত অনেক সময় আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে কাক আমাদের উপকারও করে থাকে। এছাড়া শাস্ত্রে কাককে যমরাজের প্রতীক বলে গণ্য করা হয়। প্রচলিত রয়েছে যে, পিতৃপক্ষে কাকের উদ্দেশ্যে খাবার নিবেদন করলে পূর্বপুরুষরা তৃপ্ত হন। পিতৃপক্ষে সাধারণত পূর্বপুরুষদের পিন্ড দান করা হয়। আর সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে ব্রাহ্মণদের অন্ন ভোজন করানো হয়। তবে আশ্চর্যজনক ভাবে বর্তমানে কাক তেমন দেখা যায় না। বড় শহরগুলি থেকে কাক যেন উবে যাচ্ছে। কিন্তু এর পিছনের রহস্যটা ঠিক কী?
এই প্রশ্নের উত্তর দিচ্ছেন ন্যাচারোপ্যাথ ড. রাজেশ মিশ্র। তিনি ব্যাখ্যা করেছেন যে, শহরগুলিতে ক্রমবর্ধমান দূষণের কারণে কাক এবং অন্যান্য পাখি অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায় যে, আলোক দূষণের কারণে কাক-সহ অন্যান্য পাখি শহর ছেড়ে গ্রামাঞ্চলের দিকে চলে যাচ্ছে। এর পাশাপাশি শহরের পরিবেশও পাখিদের জন্য একেবারেই অনুকূল নয়।
advertisement
advertisement
গাছ নিধনও অন্যতম বড় কারণ:
ড. রাজেশ মিশ্রর বক্তব্য, শহরের উন্নয়নের জন্য গাছ কেটে ফেলা হচ্ছে। আর এটাও শহরাঞ্চল থেকে কাক পালিয়ে যাওয়ার অন্যতম বড় কারণ। কারণ গাছ নিধনের ফলে হারিয়ে যাচ্ছে কাকেদের আশ্রয়।
advertisement
কাক ছাড়া কীভাবে পিতৃপক্ষ পালিত হতে পারে?
আচার্য পণ্ডিত দীনেশ শাস্ত্রী ব্যাখ্যা করেছেন যে, সনাতন ধর্মে পশু-পাখির একটা আলাদা গুরুত্ব রয়েছে। প্রত্যেকের জীবনেই পাপ আছে। তা নিবারণ করার জন্য চির ধার্মিক মানুষেরা ৫টি যজ্ঞ করে। এতে কাকের গুরুত্ব অনেক। কারণ এই পাখিটিকেই যমরাজের দূত হিসেবে গণ্য করা হয়। কিন্তু এখন দূষণ আরও বেড়েছে। যা জীবজগতের জন্য আশঙ্কারই বটে। এতে কাকের উপরও বিপদের খাঁড়া ঝুলছে। খাবার পেতেও অসুবিধা হচ্ছে তাদের।
advertisement
কাককে খাওয়ালে কী হয়?
আচার্য পণ্ডিত দীনেশ শাস্ত্রীর ব্যাখ্যা, পিতৃপক্ষে কাককে খাওয়ালে পূর্বপুরুষরা মোক্ষ লাভ করেন এবং পাপ দূর হয়। কিন্তু যদি কাক না পাওয়া যায়, তাতেও অসুবিধা নেই। কারণ সনাতম ধর্মে গরুর গুরুত্বও অপরিসীম। মনে করা হয়, গরুতে সকল দেবদেবীর বাস। তাই কাক না পেলে গরুকেও খাওয়ানো যেতে পারে। এতে পিতৃপুরুষেরা মোক্ষ লাভ করতে পারেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Crows Disappearing: উত্তরপ্রদেশের শহর থেকে রহস্যজনক ভাবে উধাও কাক! বিশেষজ্ঞদের কথা শুনলে শিউরে উঠবেন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement