South 24 Parganas News : হঠাৎই জয়নগরে পুলিশের রুট মার্চ, হতভম্ব এলাকার মানুষ!
- Published by:Teesta Barman
- Reported by:SUMAN SAHA
Last Updated:
South 24 Parganas News : পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জয়নগর এলাকায় প্রথম দফার রুট মার্চ শুরু করল পুলিশ। এদিন জয়নগর থানা এলাকা রাজ্য পুলিশের ফোর্স নিয়ে রুট মার্চ করে।
দক্ষিণ ২৪ পরগনা: হঠাৎই জয়নগরে পুলিশের রুট মার্চ দেখে হতভম্ব এলাকার মানুষ। এখনও পর্যন্ত পঞ্চায়েতের ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি নির্বাচন কমিশনারের তরফ থেকে। তার আগেই পুলিশের রুট মার্চ দেখে একটু হলেও বিড়ম্বনায় পড়ে গিয়েছিল সাধারণ মানুষ। প্রশ্ন জাগতে থাকে, কী কারণে এত পুলিশ এলাকায় ঘোরাঘুরি করছে? যদিও পুলিশের কাছ থেকে গ্রামের মানুষ জানতে পারেন, সামনে পঞ্চায়েতের ভোট। সেই কারণে এলাকায় টহলদারি দিচ্ছে পুলিশ।
পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জয়নগর এলাকায় প্রথম দফার রুট মার্চ শুরু করল পুলিশ। এদিন জয়নগর থানা এলাকা রাজ্য পুলিশের ফোর্স নিয়ে রুট মার্চ করে। জয়নগরের যে সমস্ত স্পর্শকাতর এলাকাগুলি আছে সেই সমস্ত এলাকায় পুলিশ নিজে গিয়ে খোঁজ খবর নেন। পাশাপাশি সাধারণ ভোটারদের সঙ্গে কথাও বলে।
advertisement
advertisement
এদিন জয়নগর থানা এলাকার জয়নগর এক নম্বর ব্লকের অধীনে ধিবের হাট সংলগ্ন আলিপুর এলাকাতে রুট মার্চ চলাকালীন ভোটারদের সঙ্গে কথা বলেন পুলিশকর্তারা। নির্বাচন প্রাক্কালে তাদের কোন সমস্যা রয়েছে কিনা। পাশাপাশি কোনওরকম ভাবে হুমকি বা প্ররোচনা দেওয়া হচ্ছে কিনা সেই সব বিষয়ে খোঁজখবর নেন পুলিশ। তার সঙ্গে মানুষকে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আশ্বাসও দেন।
advertisement
পাশাপাশি আরও বলেন, এই রুট মার্চ নির্বাচনের আগে পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান। এ প্রসঙ্গে গ্রামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘‘আমরা প্রথমে এত পুলিশ দেখে হতবাক হয়েছিলাম। তবে পরে জানতে পারলাম পঞ্চায়েত ভোট সামনে। সেই কারণে এলাকায় পুলিশ টহল দিচ্ছে। এটা দেখে খুব ভাল লাগছে।’’
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 02, 2023 7:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : হঠাৎই জয়নগরে পুলিশের রুট মার্চ, হতভম্ব এলাকার মানুষ!