এই এলাহীয়া মাদ্রাসার প্রায় জন্মলগ্ন থেকেই যুক্ত রয়েছেন সেখ তাজেম্মুল হোসেন।প্রথম অবস্থায় করণীক পদে যোগদান করেন, পরে বাংলা বিষয়ে সহশিক্ষক পদে নিযুক্ত হন। চাকুরী জীবনের শেষ কয়েক বছর সামলেছেন ভারপ্রাপ্ত শিক্ষকের পদ। গত ৩১ অক্টোবর তাঁর চাকুরী জীবনের শেষ দিন ছিল। আজ মাদ্রাসায় আয়োজিত এক বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানানো হলো মাদ্রাসার পক্ষ থেকে।
advertisement
আরও পড়ুনঃ এবার সুপার রান্দোনার্স হলেন মেদিনীপুরের অনুপ্রাস পাহাড়ি
এদিনের আয়োজিত এই আনুষ্ঠানিক বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য পঞ্চাশ হাজার টাকা (৫০০০০) অনুদানের কথা ঘোষণা করেন। যে টাকা থেকে প্রতিবছর দুস্থ ও মেধাবী ছাত্র ছাত্রীদের এককালীন বৃত্তি ও পুস্তক প্রদান করা হবে। এদিনের অনুষ্ঠানে মাদ্রাসার প্রধান শিক্ষক সেখ নূর আলম সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী ছাত্র-ছাত্রী,ও পরিচালন সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ, পরিচালন সমিতির প্রাক্তন সদস্য বৃন্দ , প্রাক্তন শিক্ষকগণ ও মাদ্রাসার শুভানুধ্যায়ী বৃন্দ।
Partha Mukherjee