চারাগাছ ও ফুলের স্তবক দিয়ে নিজেদের স্কুলের কৃতি ছাত্রকে শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া। তিনি তাঁর ছাত্রের এই প্রয়াসকে সাধুবাদ জানান। সন্তানের এই উদ্যোগে খুশি সন্তু বাবুর বাবা গোবিন্দ বাসুলি ও মা নমিতা বাসুলী। এলাকার কৃতি ছাত্রের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা।
আরও পড়ুনঃ কেশপুরে দুয়ারে রেশন দিতে গিয়ে বিপাকে রেশন ডিলার
advertisement
ডাঃ সন্তু বাসুলি বলেন, সপ্তাহে একদিন গ্রামের মানুষদের বিনামূল্যে চিকিৎসা করতে পারলে আমার পরম সৌভাগ্য হবে। কারণ গ্রামের অধিকাংশ মানুষের চিকিৎসার প্রকৃত পরিষেবা পান না।
আরও পড়ুনঃ IIT খড়গপুর RuTAG প্রকল্পের অধীনে এক NGO-কে স্থানান্তর করল IIT তে তৈরি ৫ টি মেশিন
তাই সেই সব গ্রামের মানুষদের সপ্তাহে একদিন বিনা পয়সায় চিকিৎসা করার সিদ্ধান্ত নিয়েছি। এলাকার স্কুল শিক্ষক সুদীপ কুমার খাঁড়া ডাঃ সন্তু বাসুলির এই সিদ্ধান্তে যথেষ্ট খুশি এবং আপ্লুত।
Partha Mukherjee