তাঁর কার্যালয়েই রীতিমতো উৎসবের মেজাজে সবমিলিয়ে একশো'র বেশি মহিলা এই শিবিরে অংশগ্রহণ করলেন। দিনের শেষে জানা গেল, ৪৩ জন মহিলা ক্যান্সার রোগীদের জন্য চুল দান করলেন এবং চক্ষুদান ও মরণোত্তর দেহদানের অঙ্গীকার করলেন যথাক্রমে- ৩১ ও ৩৪ জন। রবিবার সকাল থেকেই মহকুমা প্রশাসনের দপ্তরে উপস্থিত হয়ে যান স্কুল-ছাত্রী থেকে নৃত্যশিল্পী, গৃহবধূ থেকে প্রবীণারা।
advertisement
আরও পড়ুনঃ চালু হচ্ছে ক্যাথল্যাব, ধীরে ধীরে শুরু হবে হৃদরোগ সমেত অন্যান্য চিকিৎসাও
মহা-উৎসাহে তাঁরা কেউ চুল দান করলেন, কেউবা মরণোত্তর দেহদান ও চক্ষুদানের অঙ্গীকার করলেন। কলেজ ছাত্রী প্রিয়াঙ্কা পাত্র কিংবা নৃত্যশিল্পী বর্ণালী পণ্ডিত'রা জানালেন, \"এভাবে মানুষের পাশে থাকার সুযোগ করে দেওয়ার জন্য, মহকুমাশাসক সুমন বিশ্বাসের প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকব।\"
আরও পড়ুনঃ "দান" অ্যাপের মাধ্যমে এবার এক ফোনেই মিলবে প্রয়োজনীয় গ্রুপের রক্ত
আর, মহকুমাশাসক সুমন বিশ্বাস বললেন, \"২৫ অগাস্ট থেকে ৮ সেপ্টেম্বর, এই ১৫ দিন ধরে চলবে জাতীয় চক্ষু দান পক্ষ। তা সার্থক করে তুলতেই এই উদ্যোগ। ক্যান্সার রোগীদের জন্য চুল দানের মহৎ কর্মসূচিও এর সঙ্গে আমরা যুক্ত করেছি।\" একই সাথে তিনি এও বলেন, এই ধরণের মহত উদ্যোগে বিশেষত মহিলারা যেভাবে এগিয়ে এসে উৎসাহ দেখিয়েছেন, তাতে আমি অভিভূত।
Partha Mukherjee