Paschim Medinipur: "দান" অ্যাপের মাধ্যমে এবার এক ফোনেই মিলবে প্রয়োজনীয় গ্রুপের রক্ত
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
ঝাড়গ্রাম জেলাবাসীর জন্য সু-খবর দিল ঝাড়গ্রাম জেলা পুলিশ। রক্ত সঙ্কটের কারণে যাতে প্রানহানি না হয় সেই জন্য বিশেষ উদ্যোগ গ্রহন করল ঝাড়গ্রাম জেলা পুলিশ।
#পশ্চিম মেদিনীপুর : ঝাড়গ্রাম জেলাবাসীর জন্য সু-খবর দিল ঝাড়গ্রাম জেলা পুলিশ। রক্ত সঙ্কটের কারণে যাতে প্রানহানি না হয় সেই জন্য বিশেষ উদ্যোগ গ্রহন করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। \"দান\" নামে একটি বিশেষ অ্যাপের মাধ্যমে ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রয়োজনীয়দের পৌঁছে দেবে রক্ত। পুলিশ জানিয়েছে, \"দান\" নামে এই বিশেষ অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েড মোবাইলে ডাউনলোড করে এই অ্যাপের মধ্যে থাকা নম্বরে ফোন করলেই রক্ত পৌছে যাবে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে।
ঝাড়গ্রাম জেলা থেকে দুশো (২০০) কিলোমিটারের মধ্যে কলকাতা, জামশেদপুর ওড়িশা সহ যে কোনও জায়গায় ঝাড়গ্রামের কোনও বাসিন্দার রক্তের প্রয়োজন হলে পৌঁছে যাবে ডোনার। পুলিশ এবং এনজিও কর্মীরা এই ব্যবস্থার মাধ্যমে সংশ্লিষ্ট ঝাড়গ্রামবাসীর কাছে ডোনার নিয়ে যাবে। অ্যাপে থাকা নম্বরে ফোন করে জানাতে হবে রোগীর নাম, রক্তের গ্রুপ, পৌঁছানোর জায়গা এবং পৌছানোর সময়।
advertisement
আরও পড়ুনঃ ভেঙেছে পারাপারের বাঁশের সাঁকো, ঝুঁকি নিয়ে নৌকোয় চড়ে নদী পারাপার!
ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন, "এই অ্যাপের মাধ্যমে ঝাড়গ্রামের বাসিন্দা যারা দুশো (২০০) কিলোমিটারের মধ্যে রয়েছেন তারাই পরিষেবা পাবেন। ডোনার পৌছে যাবে তাদের কাছে।" তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে মানুষদের রক্তের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াতে হয় বিভিন্ন হাসপাতাল বা স্বেচ্ছাসেবী সংস্থার কাছে। এই অ্যাপের মাধ্যমে মানুষের হয়রানী খানিকটা হলেও কমবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জরাজীর্ণ রেল কোয়ার্টারের উপর ভেঙে পড়ল প্রকাণ্ড গাছ
বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবার সূচনা করা হয়। অন্যদিকে এদিন প্রত্যার্পন কর্মসুচির মাধ্যমে ১৭৫ টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারের পর সেই সমস্ত মোবাইল গুলি পুলিশ ফিরিয়ে দেয় মোবাইল মালিকদের হাতে।এদিনের এই মহতী কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুই বিধায়ক দেবনাথ হাঁসদা, খগেন্দ্রনাথ মাহাতো, জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
advertisement
Partha Mukherjee
Location :
First Published :
August 26, 2022 2:02 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: "দান" অ্যাপের মাধ্যমে এবার এক ফোনেই মিলবে প্রয়োজনীয় গ্রুপের রক্ত