একই সঙ্গে কটাক্ষের সুর শোনা গিয়েছে এই বাম নেতার গলায়। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রীর কোনও কিছু হলেই তিনি সিপিএমকে দোষারোপ করেন। কিন্তু তিনি আশা করছেন, মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার যে প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছিল, তার জন্য তিনি বামেদের দোষারোপ করবেন না বলে মন্তব্য করেছেন মহম্মদ সেলিম। পাশাপাশি গত বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী যেভাবে হুইলচেয়ারে করে প্রচার সেরেছিলেন, সেই প্রসঙ্গও উঠে এসেছে তাঁর গলায়।
advertisement
আরও পড়ুন: স্ত্রীর মৃত্যু, অন্তেষ্টিতে যোগ দিতে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাটের কাকু! মিলল না স্বস্তি
আরও পড়ুন: তুমুল দুর্যোগে মমতার চপার! আচমকা কপ্টারের জরুরি অবতরণে চোট মুখ্যমন্ত্রীর! এখন কেমন আছেন?
সেলিম বলেছেন, ভোটের আগে উনি আবার চোট পেয়েছেন। তাই তাঁরা আশঙ্কা করছিলেন, মুখ্যমন্ত্রী হয়তো আবার হুইলচেয়ারে করে প্রচার করতে পারেন। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপর বিধানসভা নির্বাচনে হুইল চেয়ারে বসে প্রচার করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে।
এদিন মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করানো হয়। জানা গিয়েছে, জরুরি অবতরণের পর হেলিকপ্টার থেকে নামতে গিয়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। তার পায়ে এবং কোমরে চোট লেগেছে বলে সূত্রের খবর। সেই প্রসঙ্গেই এদিন রানীগঞ্জের সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেছেন বাম নেতা।
Nayan Ghosh