স্ত্রীর মৃত্যু, অন্তেষ্টিতে যোগ দিতে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাটের কাকু! মিলল না স্বস্তি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
এ দিন সকালেই প্রয়াত হয়েছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর স্ত্রী৷
স্ত্রীর অন্ত্যেষ্টি কাজে যোগ দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের কাছে জরুরি জামিনের আবেদন জানিয়েও স্বস্তি পেলেন না সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু৷ আদালত জানিয়ে দিল, এ বিষয়ে হস্তক্ষেপ করবে না তারা৷
তবে জেল কর্তৃপক্ষ চাইলে নিয়ম মেনে সুজয়কৃষ্ণ ভদ্রকে প্যারোলে ছাড়তে পারে বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ৷ পাশাপাশি সুজয়কৃষ্ণ ভদ্র জরুরি জামিনের যে আবেদন করেছেন, আগামী শুক্রবার তার শুনানি হবে বলও জানিয়ে দিয়েছে হাইকোর্ট৷
advertisement
advertisement
এ দিন সকালেই প্রয়াত হয়েছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর স্ত্রী৷ ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পর এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন তিনি৷ স্ত্রীর মৃত্যুর খবর পাওয়ার পরই হাইকোর্টে জরুরি জামিনের আবেদন করেন তিনি৷ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ওঠে মামলাটি৷
সুজয়কৃষ্ণ ভদ্রের আইনজীবী কিশোর দত্ত আদালতের কাছে অন্তত ১৫ দিনের জামিনের আবেদন জানান৷ যদিও বিচারপতি তীর্থঙ্কর দত্ত জানিয়ে দেন, সেটা পরে বিবেচনা করবো। জেল যদি প্যারোল দেয় আদালতের আপত্তি নেই।
advertisement
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘কোর্ট কোনও প্যারোল দিচ্ছে না। জেল যদি প্যারোল দেয় সেক্ষেত্রে এসকর্ট যাতে দেওয়া হয় সেই নির্দেশ দেওয়া হবে। শ্মশান যাত্রায় অংশ নেওয়ার জন্য আজ জেল কোড অনুযায়ী ছাড়তে পারে।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2023 5:00 PM IST