Mamata Banerjee Injured: তুমুল দুর্যোগে মমতার চপার! আচমকা কপ্টারের জরুরি অবতরণে চোট মুখ্যমন্ত্রীর! এখন কেমন আছেন?

Last Updated:

Mamata Helicopter Emergency Landing: চোট পেলেন মমতা। প্রবল কালো মেঘ। আকাশ কাঁপিয়ে বৃষ্টি। তুমুল দুর্যোগের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার।

তুমুল দুর্যোগের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
তুমুল দুর্যোগের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
শিলিগুড়ি: সেবক এয়ারবেসে চপারের জরুরি অবতরণ চলাকালীন চোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর পায়ে ও কোমরে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়িতে নির্বাচনী সভা করেন মমতা। সেখান থেকে ফেরার পথে আচমকা ভয়াবহ দুর্যোগের মুখে পরে মুখ্যমন্ত্রীর চপারটি। এমার্জেন্সি ল্যান্ডিং-এ হেলিকপ্টার নামানো হল সেবক এয়ারবেসে। সেই সময় চোট পান মমতা। যদিও চোট খুব গুরুতর নয় বলেই প্রাথমিক ভাবে জানা যাচ্ছে এখনও পর্যন্ত।
আজ জলপাইগুড়ি থেকে সভা করে ফেরার পথে আচমকাই প্রাকৃতিক দুর্যোগের মুখে পরে মমতার চপারটি। বাগডোগরা বিমানবন্দরের কাছে আসতেই চরম দুর্যোগ শুরু হয়। কাঁপতে থাকে হেলিকপ্টারটি। তৎক্ষণাৎ বায়ুসেনার সঙ্গে যোগাযোগ করে সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেন পাইলট।
advertisement
advertisement
নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল কোচবিহারের সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ প্রথম সভা ছিল জলপাইগুড়িতে। সেখান থেকে সভা শেষ করে বাগডোগরা বিমানবন্দরের দিকে রওনা দেয় মমতার হেলিকপ্টার। কিন্তু আকাশে উড়তেই দুর্যোগের কবলে পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চপার।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee Injured: তুমুল দুর্যোগে মমতার চপার! আচমকা কপ্টারের জরুরি অবতরণে চোট মুখ্যমন্ত্রীর! এখন কেমন আছেন?
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement