'আমি যদি ভারতবর্ষকে চিনি...' দেশে বিজেপির 'আয়ু' কতদিন? 'বিরাট' ভবিষ্যৎবাণী করলেন মমতা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee: পঞ্চায়েত নির্বাচনের ঝোড়ো প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারে এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের ঝোড়ো প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারে এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই কোচবিহারের জনসভা করেন তৃণমূল সুপ্রিমো। সেই সভা থেকেই কেন্দ্রের বঞ্চনা নিয়ে তুমুল তোপ দাগেন মমতা। এরপরে আজ তাঁর প্রথম সভা ছিল জলপাইগুড়িতে। সেখানেও শুরু থেকেই মমতা আক্রমণ শানান কেন্দ্রের মোদি সরকার তথা বিজেপির বিরুদ্ধে।
সোমবারের পর মঙ্গলবারও নির্বাচনী সভা থেকে কেন্দ্রের বাংলা বিরোধী আচরণ নিয়ে গলা চড়ান মমতা। তিনি বলেন, “বিজেপির আয়ু মাত্র ৬ মাস। আগামী বছর ফেব্রুয়ারি,মার্চ মাসে লোকসভা ভোট। আমি যদি ভারতবর্ষকে চিনি, বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।”
advertisement
advertisement
মমতা আরও বলেন, “আগামী দিনে নরেন্দ্র মোদিকে সরানোর শপথ নেওয়ার দিন। আমরা জোট করব। কিন্তু এখানে বিজেপি কংগ্রেস সিপিআইএম যে ভাবে কাজ করছে তাদের মুখ ভোতা করে দেব আমরা। মানুষকে বিশ্বাস ঘাতকতা করতে নেই।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2023 4:38 PM IST