দিঘা তথা পূর্ব মেদিনীপুর জেলার জন্য তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও প্রতিদিন তাপমাত্রা বাড়ছে। প্রখর রোদে দুপুরের পর পারদ আরও ঊর্ধ্বমুখী। প্রখর রোদ দিঘায় উপেক্ষা করে সমুদ্রস্নানে মত্ত পর্যটকেরা। শীত, গ্রীষ্ম, বর্ষা…সব ঋতুতেই সমান জনপ্রিয় দিঘা সমুদ্র সৈকত। সারা সপ্তাহ কাজের চাপের পর সপ্তাহের শেষের শনি রবিবার রিফ্রেশমেন্ট হোক বা ছুটির দিনে পরিবার, বন্ধু-বান্ধব বা আত্মীয়দের সঙ্গে সময় কাটানো হোক দিঘা সমান জনপ্রিয়।
advertisement
আরও পড়ুনঃ আকাশে জমছে কালো মেঘ! আজ স্বস্তির বৃষ্টিতে ভিজবে শুধুমাত্র ‘এই’ জেলাগুলি
কিন্তু বাঙালির এই অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্রে মে মাসের শুরুতে গরমের কারণে পর্যটক শূন্য ছিল। কিন্তু জুন মাসের শুরুতে সপ্তাহের মাঝামাঝি ভালই পর্যটকের ভিড় লক্ষ্য করা গেল। তীব্র গরম উপেক্ষা করেই বহু সংখ্যক পর্যটক এসেছেন দিঘায়। প্রখর রোদের মধ্যে সমুদ্রস্নানে মত্ত পর্যটকেরা।
আরও পড়ুনঃ প্রখর গরমে এ ভাবে বিয়ে? অবিশ্বাস্য…! তালিকা দেখলে মুহূর্তে অবাক হবেন
প্রসঙ্গত, দিঘাকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে একাধিক প্রকল্পের কাজ চলছে এবং আগামীতেও একাধিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছে রাজ্য সরকার। যেমন দিঘায় একদিকে গড়ে উঠছে জগন্নাথ মন্দির অন্যদিকে, দিঘায় গোয়ার মত বিলাসবহুল ক্রুজ চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। আগামী দিনে দিঘার সমুদ্রে চলবে এই ক্রুজ। পাশাপাশি দিঘায় আসা পর্যটকদের যাতে কোন সমস্যায় পড়তে না হয় তার জন্য সদা সচেষ্ট প্রশাসন। পর্যটকদের জন্য দিঘায় একাধিক জায়গায় বসেছে কমপ্লেন বক্স।
সারা বছর দিঘায় প্রচুর পরিমাণে পর্যটক আসেন। তবে বর্তমান সময়ে পর্যটকদের আসার সংখ্যা কিছুটা কমেছে। গ্রীষ্মের শুরুতেই পর্যটক হীন দিঘা সমুদ্র সৈকত কার্যত ফাঁকা ছিল। কিন্তু জুন মাসের শুরুর দিন অর্থাৎ বৃহস্পতিবার ওল্ড দিঘা থেকে নিউ দিঘা সর্বত্রই পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। এখনও স্কুল কলেজে গরমের ছুটি চলছে তাই পর্যটকদের আনাগোনা দিঘায়। দিঘার ব্যবসায়ীরা মনে করছেন এ বার বর্ষাতেও পর্যটকে ভরবে সৈকত শহর।
Saikat Shee





