Bengali Wedding|| প্রখর গরমে এ ভাবে বিয়ে? অবিশ্বাস্য...! তালিকা দেখলে মুহূর্তে অবাক হবেন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
Bengali Wedding: সরকারি নথি অনুযায়ী বিয়ের আসরে সবচেয়ে এগিয়ে উত্তর ২৪ পরগণা জেলা। আর সবচেয়ে পেছনের সারিতে বঙ্গের পার্বত্য জেলা কালিম্পং। সব মিলিয়ে চলতি বছরে সরকারি নথিবদ্ধ বিবাহ হয়েছে ৮১,৪০০টি।
*গরমে যতই ওষ্ঠাগত হোক প্রাণ, তবু বিয়ের মন্ত্র উচ্চারণে খামতি নেই মানুষের। দরদর করে ঘামতে ঘামতেই অনেকে করছেন বিয়ে। জ্যৈষ্ঠের তীব্র দাবদাহে যেখানে গলার সাদা রজনী গন্ধার মালা গরমে হলুদ হয়ে যাওয়ার উপক্রম, পাতলা সুতির জামাও গায়ে রাখা দায় হয়ে উঠছে। সেখানে গায়ে তসরের পাঞ্জাবি, মাথায় টোপর, বেনারসি পরেই বিয়ের পিঁড়িতে দেখা মিলছে নব বর-বধূর। ঘাম মুছতে মুছতেই চলছে সাতপাক প্রদক্ষিণ, ভুরিভোজ। সংগৃহীত ছবি প্রতীকী।
advertisement
advertisement
advertisement
*শ্রাবণ মাস মল মাস, ভাদ্র আশ্বিন কার্তিক মাসেও কোনও বিয়ে হয় না হিন্দু মতে। তাই বৈশাখ জৈষ্ঠ্য হচ্ছে বিয়ে, আষাঢ়েও চলবে দু-হাত এক করে নতুন জীবনে প্রবেশ। তাই ইতিমধ্যেই গরমকে পিছনে ফেলে নব দম্পতিরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের ছবি পোস্ট করে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন 'কে বলেছে গরমে বিয়ে হয় না!' কমেন্টস সেকশনেও নানা হাসির উত্তর মিলছে। সংগৃহীত ছবি প্রতীকী।
advertisement
advertisement
advertisement
*এ দিকে, বিয়ের নিরিখে জেলা এগিয়ে থাকায় খুশি ক্যাটারিং ব্যবসায়ী থেকে প্যান্ডেল ও ব্যাঙ্কোয়েট হল ব্যবসায়ীরাও। গরমে ঘামতে ঘামতে ব্যবসায় বাড়তি মুনাফা অর্জনের জন্য বিয়ের মরশুমে চুটিয়ে কাজ করছেন সকলে। তাঁদের এতটাই চাপ যে, আগে থেকে করা বুকিংয়ের কারণে বিয়ের অনুষ্ঠান এক দু'দিন পিছিয়েও করতে হচ্ছে বহু নব-দম্পতিকে। সংগৃহীত ছবি প্রতীকী।