এ বিষয়ে বলরামপুর ব্লকের বিডিও সৌগত চৌধুরী বলেন, ভোটার তালিকা সংশোধন ২০২৫-এর কাজ শুরু হয়ে গিয়েছে। তিন ধরনের ফর্ম রয়েছে এই সংশোধন প্রক্রিয়ার মধ্যে। প্রথমে রয়েছে ফর্ম সিক্স। এর আয়তায় যারা ১৮ বছর বয়সে ভোটার রয়েছে তারা নতুন করে নিজেদের নাম ভোটার তালিকায় তুলতে পারবেন। তারপর রয়েছে ফর্ম সেভেন। যারা মৃত ব্যক্তি বা যারা অন্যত্র চলে গিয়েছেন তবুও ভোটার তালিকায় তাদের নাম রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: মোটা অঙ্কের বেতন, দারুণ কাজের সুযোগ পুরুলিয়ায়, ১৯ নভেম্বরের মধ্যে আবেদন করুন, রইল বিস্তারিত
এরপর রয়েছে ফর্ম এইট। যাদের ভোটার কার্ড হারিয়ে গিয়েছে বা যাদের নাম সংশোধন করার বিষয় রয়েছে অথবা যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ভোটার কার্ড স্থানান্তরিত করতে চাইছেন তারা ফর্ম এইটের মাধ্যমে সেই কাজ করতে পারবেন। এই সমস্ত ফর্ম বিএলওদের মাধ্যমে সমস্ত বুথে দিয়ে দেওয়া হয়েছে। প্রতিদিন দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত সরাসরি গিয়ে এই কাজ করতে পারবেন জেলাবাসীরা।
আরও পড়ুন: কলকাতা-পুরুলিয়া SBSTC বাস বড় দুর্ঘটনার কবলে! আহত ২০, মৃত ২, ভয়াবহ অবস্থা! জানুন
এছাড়াও অনলাইনের মাধ্যমেও ভোটার তালিকায় সংশোধন কর্মসূচি সম্ভব। নাগরিকত্ব সকলের অধিকার। তার অন্যতম অংশ ভোট দান। তাই এই ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে উপকৃত হবেন ভোটাররা।
শর্মিষ্ঠা ব্যানার্জি





