সেখান থেকে তাকে চন্ডিগড়ে একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসারত অবস্থায় সেই হাসপাতালেই মৃত্যু হয় বিশ্বনাথ সাউয়ের। শুক্রবার এই খবর তাঁর গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে গোটা গ্রামে। শনিবার ওই সেনা জওয়ানের কফিনবন্দি দেহ এসে পৌঁছয় ঘোঁঘা গ্রামে। আশেপাশের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ ভিড় জমান সেনা জওয়ানকে শেষবার দেখার জন্য।
advertisement
আরও পড়ুন: কফির কাপে নলেন গুড়, দোকানে হামলে পড়ছে ক্রেতারা! বর্ধমানের এই ছোট্ট ক্যাফে এখন ট্রেন্ডিং
এরপর রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে ওই সেনা জওয়ানের শেষকৃত্য সম্পন্ন হয়। এ বিষয়ে জেলা তৃণমূল যুব সভাপতি গৌরব সিং বলেন, ভারত মাতার বীর সন্তান বিশ্বনাথ সাউকে শেষবার দেখতে তাঁরা এসেছেন। দেশের সেনাদের জন্যই সকলে সুরক্ষিত। সেনা জওয়ান বিশ্বনাথ সাউয়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিজেদের জীবন বাজি রেখে দেশের সেবায় নিয়োজিত থাকেন সেনা জওয়ানরা। প্রতিনিয়ত তাদের আত্মত্যাগে নিশ্চিন্তে রাতের ঘুম ঘুমোতে পারেন দেশবাসী। ভারত মাতার বীর সন্তান পুরুলিয়ার ছেলে বিশ্বনাথ সাউয়ের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা জেলা। কর্তব্যরত অবস্থায় সেনা জওয়ানের মৃত্যু, শোকোস্তব্ধ পরিবার!






