Birbhum News: নিত্য যানজট যন্ত্রণার অবসান! দুবরাজপুরে তৈরি হচ্ছে নতুন বাইপাস, বরাদ্দ প্রায় ২৫০ কোটি
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Birbhum News: যানজটের যন্ত্রণার অবসান। দুবরাজপুরে শুরু হতে চলেছে বাইপাস নির্মাণের কাজ। চার লেনের প্রায় ৫.৬৭৬ কিলোমিটার দীর্ঘ এই বাইপাস গড়তে মোট খরচ ধরা হয়েছে ২৩২ কোটি ৩৭ লক্ষ টাকা।
বীরভূম, সুদীপ্ত গড়াই: দুবরাজপুর শহরবাসীর কাছে যানজট নতুন কোনও সমস্যা নয়। বছরের পর বছর ১৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে শহরের মাঝখান দিয়ে অবিরাম ভারী যান চলাচলের জেরে নিত্যদিন চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। অবশেষে সেই দীর্ঘদিনের সমস্যার সমাধানে বড় পদক্ষেপ। দুবরাজপুর শহর এড়িয়ে জাতীয় সড়কের বাইপাস নির্মাণের কাজ শুরু হতে চলেছে। খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া শহর জুড়ে।
জাতীয় সড়ক কর্তৃপক্ষের ডিভিশন ১২-এর এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার বিনোদ কুমার সিংহ জানিয়েছেন, যাবতীয় জটিলতা কাটিয়ে বাইপাস নির্মাণের কাজ শুরু হচ্ছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, বাইপাসের জন্য জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ প্রদান এবং নির্মাণ কাজের জন্য বড় অঙ্কের অর্থ বরাদ্দ করা হয়েছে। চার লেনের প্রায় ৫.৬৭৬ কিলোমিটার দীর্ঘ এই বাইপাস গড়তে মোট খরচ ধরা হয়েছে ২৩২ কোটি ৩৭ লক্ষ টাকা।
advertisement
আরও পড়ুনঃ বর্ধমানের বুকে আরও একটি সরকারি ইংরেজি মাধ্যম স্কুল! শুরু ভর্তি প্রক্রিয়া, নিখরচায় মাধ্যমিক পর্যন্ত নিশ্চিন্ত
বর্তমানে সঙ্কীর্ণ দুবরাজপুর শহরের মাঝখান দিয়ে যাওয়া ১৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার ছোট-বড় যানবাহন চলাচল করে। এর ফলে যানজট তো বটেই, দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে বহু গুণ। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতেই শহরের বাইরে দিয়ে বাইপাস তৈরির সিদ্ধান্ত নেয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ। পরিকল্পনা অনুযায়ী, শহরের আগেই সমবায় হিমঘর এলাকা থেকে বাইপাস শুরু হয়ে দুবরাজপুরের সাতকেন্দুরির কাছে উঠে যাবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দুবরাজপুর শহরের বাসিন্দাদের আশা, এই বাইপাস চালু হলে শহরের বুকের উপর থেকে ভারী যান চলাচলের চাপ কমবে, যানজটের যন্ত্রণা থেকে মিলবে স্বস্তি এবং শহরের স্বাভাবিক জীবনযাত্রা অনেকটাই সহজ হবে। দীর্ঘদিনের ভোগান্তির শেষে অবশেষে সেই প্রতীক্ষিত মুক্তির পথেই এগোচ্ছে দুবরাজপুর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
Dec 20, 2025 5:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: নিত্য যানজট যন্ত্রণার অবসান! দুবরাজপুরে তৈরি হচ্ছে নতুন বাইপাস, বরাদ্দ প্রায় ২৫০ কোটি










