Government English Medium School: বর্ধমানের বুকে আরও একটি সরকারি ইংরেজি মাধ্যম স্কুল! শুরু ভর্তি প্রক্রিয়া, নিখরচায় মাধ্যমিক পর্যন্ত নিশ্চিন্ত

Last Updated:

Bardhaman Government English Medium School: রাজ্য সরকারের উদ্যোগে পূর্ব বর্ধমানে গড়ে উঠল আরও একটি ইংরেজি মাধ্যম স্কুল। জেলার দ্বিতীয় সরকারি ইংরেজি মাধ্যম স্কুলটি তৈরি হয়েছে কেতুগ্রামে। শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া।

পূর্ব বর্ধমানের দ্বিতীয় সরকারি ইংরেজি মাধ্যম স্কুল কেতুগ্রামে
পূর্ব বর্ধমানের দ্বিতীয় সরকারি ইংরেজি মাধ্যম স্কুল কেতুগ্রামে
কেতুগ্রাম, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: রাজ্য সরকারের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলায় গড়ে উঠল আরও একটি ইংরেজি মাধ্যম স্কুল। জেলার দ্বিতীয় সরকারি ইংরেজি মাধ্যম স্কুলটি তৈরি হয়েছে কেতুগ্রাম ব্লকের গোপালপুর গ্রামে। প্রায় পাঁচ বিঘা জমির উপর প্রায় ২ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই স্কুলকে ঘিরে উৎসাহের সীমা নেই স্থানীয় বাসিন্দাদের। শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। প্রথম দিনেই প্রথম শ্রেণিতে ৪০ জনেরও বেশি পড়ুয়া ভর্তি হয়েছে।
বর্তমানে তিনজন শিক্ষক নিয়োগ করা হয়েছে। যাঁরা আশেপাশের সরকারি স্কুল থেকেই এসেছেন। বিদ্যালয়টি প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক শ্রেণি পর্যন্ত পরিচালিত হবে বলে জানা গিয়েছে। এদিন স্কুলটি পরিদর্শনে আসেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রাণী এ।
আরও পড়ুনঃ এসটিবিএ-তে বিপুল শূন্যপদ! নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রেল, কীভাবে আবেদন করবেন জানুন
তিনি বলেন, “খুব ভাল উদ্যোগ এটি। জেলার মধ্যে প্রথম ইংরেজি মাধ্যম স্কুল হয়েছিল মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রামে, সেখানে খুব ভাল সাড়া পেয়েছি। এবার কেতুগ্রামে দ্বিতীয় স্কুল গড়ে উঠল। পরবর্তী পর্যায়ে খণ্ডঘোষ ও মঙ্গলকোট ব্লকেও ইংরেজি মাধ্যম স্কুল তৈরি হবে।” জেলা শাসক জানান, স্কুলের পরিকাঠামো অত্যন্ত ভাল হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে বাকি কাজও দ্রুত সম্পূর্ণ করা হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ গয়না বড়ি তৈরির প্রতিযোগিতা, কার নকশা সেরা! মহিলাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই রাজ্য জুড়ে সরকারি ইংরেজি মাধ্যম স্কুল গড়ে তোলা হচ্ছে, যাতে গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীরাও মানসম্মত ইংরেজি শিক্ষা পেতে পারে। বর্তমানে রাজ্যের ২৩টি ব্লকে এমন স্কুল চালু হয়েছে। কেতুগ্রামের গোপালপুরে নতুন এই স্কুলের জমি দিয়েছে গোপালপুর ললিতা সুন্দরি গার্লস স্কুল। পরিচালন সমিতির সভাপতি সুকান্ত রায়চৌধুরী বলেন, “কেতুগ্রামের মতো প্রত্যন্ত এলাকায় ইংরেজি মাধ্যম স্কুল তৈরি হওয়া সত্যিই গর্বের। এতে অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনতলা বিশিষ্ট ভবনে মোট ১৮টি শ্রেণিকক্ষ নির্মিত হয়েছে। কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনেওয়াজ বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, এমন এক গ্রামীণ এলাকায় সরকারি ইংরেজি মাধ্যম স্কুল গড়ে তোলার জন্য। এটা আমাদের গর্ব। এখন এখানকার ছেলে-মেয়েরাও মানসম্মত ইংরেজি শিক্ষা পাবে, এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না।”
advertisement
বর্তমানে কাটোয়া মহকুমায় পাঁচটি ব্লক ও দুটি পুরসভা মিলিয়ে মোট ১৩১টি উচ্চমাধ্যমিক স্কুল রয়েছে। এর মধ্যে কাটোয়া–১ ব্লকে ১৭টি, কাটোয়া–২ ব্লকে ২১টি, মঙ্গলকোটে ৩৬টি, কেতুগ্রাম–১ ব্লকে ২৪টি, কেতুগ্রাম–২ ব্লকে ২১টি, কাটোয়া পুরসভা এলাকায় ৮টি এবং দাঁইহাট পুরসভায় ৪টি স্কুল রয়েছে। তবে সরকারি উদ্যোগে ইংরেজি মাধ্যম স্কুল এই প্রথম কেতুগ্রামেই তৈরি হল। ফলে অভিভাবকদের মধ্যে যেমন উচ্ছ্বাস, তেমনি সরকারি এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষা মহলও।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Government English Medium School: বর্ধমানের বুকে আরও একটি সরকারি ইংরেজি মাধ্যম স্কুল! শুরু ভর্তি প্রক্রিয়া, নিখরচায় মাধ্যমিক পর্যন্ত নিশ্চিন্ত
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement