SBSTC Bus Accident: কলকাতা-পুরুলিয়া SBSTC বাস বড় দুর্ঘটনার কবলে! আহত ২০, মৃত ২, ভয়াবহ অবস্থা! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
SBSTC Bus Accident: ভয়াবহ দুর্ঘটনার শিকার এসবিএসটিসি বাস! কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার পথেই ঘটে এই ঘটনা! জানুন
পুরুলিয়া : ভয়াবহ পথ দু-র্ঘটনার শিকার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (SBSTC) যাত্রীবাহী বাস। পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের চাপুরি রেল গেটের অদূরে দশারডি গ্রামের কাছে দুর্ঘটনার কবলে পড়ে কলকাতা-পুরুলিয়া গামী যাত্রীবাহী বাসটি। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়। এই দু-র্ঘটনায় প্রায় ২০ জনেরও বেশি বাস যাত্রী জখম হয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে দু-জনের। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন চারজন যাত্রী। খবর পেয়ে র্ঘটনা স্থলে পৌঁছায় আনাড়া ফাঁড়ি পুলিশ। দুর্ঘটনায় জখমদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় এলাকার মানুষদের পক্ষ থেকে জানা গিয়েছে , যাত্রী বোঝাই এস বি এস টি সি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে একটি বাড়িতে ধাক্কা মারে। এরপর কয়েকটি বাইক, সাইকেল আরোহি ও এক সিভিক পুলিশকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত এক সিভিক ভলেন্টিয়ারের। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন অনেকে।
এ বিষয়ে বাসে থাকা যাত্রী অর্চিতা পাঠক বলেন , তিনি সকাল ১১ টায় এই বাসে উঠেছিলেন কলকাতা থেকে। বাসটি মোটামুটি ঠিকঠাক ভাবেই চলছিল। মাঝেমধ্যে প্রবল গতিতে চালানো হচ্ছিল বাসটিকে। রঘুনাথপুরে কিছুক্ষণ দাঁড়ানোর পর বাসটি যখন পুরুলিয়ার দিকে এগোতে থাকে হঠাৎই বাসটি একটি বাড়িতে সজোরে ধাক্কা মারে। তারপরেই এলোপাথাড়ি ইঁট এসে পড়ে তাদের ওপর। বাসে থাকা যাত্রীরা অনেকটাই আহত হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক। তিনিও কিছুটা ভয়ের মধ্যে রয়েছেন।
advertisement
আরও পড়ুন: হাতের লেখা সুন্দর করতে চান? বাচ্চা হোক বা বয়স্ক এই নিয়ম মানলেই লেখা হবে মুক্তোর মতো! জানুন
advertisement
এই দিন আহতদের অবস্থা দেখতে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছান এসডিও বিবেক পঙ্কজ , এসডিপিও রহিত শেখ সহ বহু সরকারি আধিকারিক ও স্থানীয় নেতৃত্বরা। প্রতিদিন বহু মানুষ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসের উপর নির্ভর করে নিত্য যাতায়াত করে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় চলে এই বাস গুলি। এইদিনও কলকাতা থেকে পুরুলিয়া যাত্রী নিয়ে যাচ্ছিল এসবিএসটিসি বাসটি। দ্রুত গতিতে থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আতঙ্ক তৈরি হয়েছে যাত্রীসহ স্থানীয় এলাকার মানুষের মধ্যে।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 11, 2024 10:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
SBSTC Bus Accident: কলকাতা-পুরুলিয়া SBSTC বাস বড় দুর্ঘটনার কবলে! আহত ২০, মৃত ২, ভয়াবহ অবস্থা! জানুন